Mamata Banerjee: '১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে', বিজেপি ও সিপিএম-কে নিশানা মমতার

পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়ে নিল, আর ভোটের আগে বলেছে , আমরা চেষ্টা করব। কী করবে

 

সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির দিনেই চাকরি বাতিল নিয়ে ভোট প্রচারের মঞ্চ থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সিপিএম-কে নিশানা করেন। পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন রাজ্যে ১০ লক্ষ চাকরি প্রস্তুত রয়েছে। শুধুমাত্র বিজেপি আর সিপিএম-এর লোকদের জন্যই সেটা সম্ভব হচ্ছে না। তারা জনস্বার্থ মামলা করছে বলেও অভিযোগ করেন মমতা।

পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়ে নিল, আর ভোটের আগে বলেছে , আমরা চেষ্টা করব। কী করবে? তোমাদের সিবিআই -ই তো রিপোর্ট দিয়েছে। তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য তাদের চাকরি খেয়ে নিয়েছে। আমার ১০ লক্ষ চাকরি রেডি রয়েছে। শুধু বিজেপি আর সিপিএম-এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে। একটা করে জনস্বার্থ মামলা করেছে। আর জনস্বার্থ মামলা করলেই হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল আর ওদের বেলায় বেল, এই করে মোদী বিজেপিকে করছে সেল।'

Latest Videos

Breaking News: 'হাইকোর্ট সঠিক', এসএসসি চাকরি বাতিল মামলায় সংক্ষিপ্ত নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে শুধু চাকরি নয় এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় সিএএ নিয়েও বিরোধীদের আক্রমণ করেছেন। তিনি বলেন বিজেপি এবার এলে সর্বনাশ করে জেবে। কেউ বাইরে থাকতে পারবে না। এনআরসি করেছে। সিএএ করেছে। আপনি যেই আবেদন করবেন। বিজেপি হয়ে গেলেন। আরেকটা আইন নিয়ে এসেছে ইউনিফর্ম সিভিল কোড। দেশে কেউ থাকবে না এজাতীয় আইন চালু হলে। উনি একাই থাকবেন বলেও মোদীকে কটাক্ষ করেন মমতা। এদিন পুরুলিয়া থেকে মমতা সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রময়ণ করেন। 

Narendra Modi: ভোট প্রচারে রবিবার রাজ্যে নরেন্দ্র মোদী, একই দিনে তিনটি জনসভার সূচি রইল এখানে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral