সংক্ষিপ্ত
আবার ভোট প্রচারে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, রবিবারের সফরে দুই জেলায় তিনটি জনসভা করবেন নরেন্দ্র মোদী।
ভোট প্রচারে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রবিবার তিনি রাজ্যে আসছেন। একই দিনে তিন তিনটি সভা করবেন এই রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া আর হুগলিতেসভা করবেন। যার মধ্যে একটি হাওড়ায়। বাকি দুটি সভা হবে হুগলিতে।
বিজেপি সূত্রের খবর, হুগলির চুঁচুড়ায় জনসভা করবেন নরেন্দ্র মোদী। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় ও শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর সমর্থনে ভোট চাইবেন তিনি। দ্বিতীয় সভাটি নরেন্দ্র মোদী করবেন পুরশুড়ায়। সেখানে তিনি সভা করবেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে। রবিবার রাজ্যে ভোট প্রচারের তৃতীয় সভাটি মোদী করবেন হাওড়ার সাঁকরাইলে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে। যে পাঁচটি কেন্দ্রের হয় প্রধানমন্ত্রী সভা করবেন সেখানে ভোট হবে আগামী ২০ মে পঞ্চম দফায়।
এর আগেও একাধিকবার ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই হুগলির আরামবাগে সভা করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি ভোটের আগে থেকেই হুগলি, কৃষ্ণনগর , বাসিরহাট- এই আসনগুলির ওপর বিশেষ নজর দিয়েছিল তা অবশ্যই স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী এই সফর থেকেই। বিজেপি সূত্রের খবর তৃতীয় দফায় অর্থাৎ এদিন নির্বাচনের পর দেশের বড় অংশের ভোট মিটে যাবে। তারপরই বিজেপি বিশেষ নজর দেবে বাংলায়। শুধু মোদী নন, বিজেপির শীর্ষস্থানীয় নেতারাও এই রাজ্যে ভোট প্রচারের সমর্থনে আসবেন। বিজেপি সূত্রের খবর, শুক্রবার রানাঘাটে প্রচারে আসছেন অমিত শাহ। তিনি সভা করবেন আনন্দপুরে। সূত্রের খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোট প্রচারে রাজ্যে আসবেন। ভোট প্রচারে আসার কথা রয়েছে জেপি নাড্ডার। আসতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আরও পড়ুনঃ
SSC case: '১৯ হাজার যোগ্য', আদালতে জানাতেই এসএসসিকে তুলোধনা সুপ্রিম কোর্টের
ঘাটালে দেবের প্রতিপক্ষ বিজেপির হিরণ কোটিপতি, কিন্তু মাথার ওপর রয়েছে কোটি টাকার দেনার চাপ