সংক্ষিপ্ত
এসএসসি মামলায় সংক্ষিপ্ত নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে এই মামলার শুনানি।
এসএসসি মামলায় সংক্ষিপ্ত নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট সঠিক। তাই হাইকোর্টের রায় খারিজ বৈধ। সুপ্রিম কোর্ট আরও বলেছ, যোগ্য ও অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য ও এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতের দুর্নীতি রুলড আউট করা যাবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়।
এসসসি চাকরি বাতিল নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট বলেছে, সমস্ত পক্ষ কী কী যুক্ত দিয়েছে তাই বলেছে তিন বিচারপতির বেঞ্চ। সুপ্রিম জানিয়েছে ৮ হাজার ৩২৪ জন শিক্ষকের নিয়োগ অবৈধ। যদিও আগে এসএএস সাত হাজার নিয়োগকে অবৈদ বলেছিল। কিন্তু এবার এসএসসির পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ৮ হাজারের বেশি নিয়োগ অবৈধ। তবে পুরো প্যানেল কেন বাতিল হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।
এদিন সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এসএসসি যাদের নিয়োগ বৈধ বলে দাবি করেছে তাদের মধ্যে কতজনের নিয়োগ বৈধ তা নিয়েও প্রশ্ন থাকছে। পাশাপাশি তাঁর দাবি পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। তিনি যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম হলফনামা দিয়ে এসএসসির জানান উচিৎ বলেও দাবি করেছেন।
সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। এদিন শীর্ষ আদালত শুধুমাত্র চাকরিহারাদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল। পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন চাকরি বাতিল মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে। বলেছে যোগ্যও অযোগ্যদের যদি আলাদা করা যায় তাহলেই পুরো প্যানেল বাতিল করার প্রয়োজন নেই।