তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে ঘাসফুল দলের বন্ধু কে হবে তা একেবারেই তাদের উপর নির্ভর করছে।
বিরোধী জোট 'ইন্ডিয়া'র মুম্বই বৈঠকের পরই পশ্চিমবঙ্গে নিজেদের বন্ধু বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে ঘাসফুল দলের বন্ধু কে হবে তা একেবারেই তাদের উপর নির্ভর করছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো কমপক্ষে হয়েছে তিরিশটি আসন পেতে চলেছে কংগ্রেস। অন্যদিকে বামেদের কোনও আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম (তৃণমূলের দাবি)। তাই এই দুই দলের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চায় তৃণমূল।
এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি বাংলায় তৃণমূলের হাত ধরতে রাজি থাকে কংগ্রেস তবে তাঁদের দুটি আসন ছেড়ে দেবে ঘাসফুল শিবির। সেই দুইয়ে মধ্যে কংগ্রেস যদি একটা আসন সিপিআইএমকে ছেড়ে দিতে চায়, তৃণমূলের কোনও আপত্তি নেই। তবে দু'য়ের বেশি আসন ছাড়বে না মমতার দল। এই প্রসঙ্গে তৃণমূলের শীর্ষ পর্যায়ের সূত্রে জানানো হয়েছে,'আমরা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আসন রফা করতে চাইছি না। সেটা জানিয়েও দেওয়া হয়েছে অন্য দল গুলিকে।' তিনি আরও বলেছেন,'ইতিপূর্বে জোট নেই, সেই রাজ্যে তিনটি মানদণ্ড বিরোধী দলগুলির সামনে রয়েছে। গতবারের লোকসভা ভোটের ফল, দুই, গত বারের বিধানসভা ভোটের ফল, গত বারের লোকসভা ও বিধানসভা ভোটের ফল সমন্বয় করে দেখা।'