'ম্যাডাম রাষ্ট্রপতি সংবিধান রক্ষার দায়িত্ব আপনার', নাগরিক সংবর্ধনা মঞ্চে দ্রৌপদি মুর্মুকে আবেদন মমতার

দুই দিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে নাগরিক সংবধর্না। মমতা সংবিধান রক্ষার আবেদন জানান সাংবিধানিক প্রধানের কাছে।

 

সাংবিধিনিক প্রধানের কাছে সংবিধান সুরক্ষার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার কলকাতার নেজাতি ইন্ডোর স্টোডিয়ারে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্য়ায় রাষ্ট্রপতির কাছে দেশের সংবিধানকে সুরক্ষিত রাখার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, দেশের সংবিধান রক্ষা করতে হবে দ্রৌপদি মুর্মুকে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়ে ঐতিহ্যবাহী ডোকরা শিল্প। রাষ্ট্রপতি এদিন বাংলার মানুষের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলার মানুষ সম্প্রতীতে বিশ্বাস করেন। কলকাতার মানুষ সংবেদনশীল।

কলকাতায় দ্রৌপদি মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্য়ায় দ্রৌপদি মুর্মুর ভূয়সী প্রশংসা করেন। তিনি রাষ্ট্রপতিকে গোল্ডেন লেডি হিসেবে সম্বোধন করেন। মমতা বলেন এই দেশের বিভিন্ন সম্প্রদায়, বপ্ণ ও ধর্মের মানুষদের একটি গর্বিত ঐতিহ্য রয়েছে। যারা যুগে যুগে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে। মমতা এদিন রাষ্ট্রপতিকে ম্যাডাম রাষ্ট্রপতি বলেও সম্বোধন করেন। বলেন, 'ম্য়াডাম রাষ্ট্রপতি আপনি দেশের সাংবিধানিক প্রধান। আমি আপনাকে সংবিধান ও দেশের দরিদ্র জনগণের সংবিধানিক অধিকার রক্ষার করার জন্য অনুরোধ জানাচ্ছি।'

Latest Videos

দুই দিনের সফরে কাল অর্থাৎ সোমবার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । তাঁর সঙ্গে থাকবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রবিবার রাষ্ট্রপতি ভবনে জারি করা একটি বিবৃতি জারি করে এই কথা জানান হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি কলকাতায় নেতাজির বাসভবনেও যান সেখানে পরিবারের সদস্যদেরক সঙ্গে কছথা বলেন। এই দিনই রাষ্ট্রপতি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান। তিনি জোড়াসাঁকো পরিদর্শন করেন। একই সঙ্গে কবিগুরুতে শ্রদ্ধা জানান।। এটাই রাষ্ট্রপতি হওয়ার পরে তাঁর প্রথম কলকাতা সফর।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন ২০২২ সালের উত্তীর্ণ পড়ুয়াদের দন্য সমাবর্তন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। ২৮ মার্চ আম্রকুঞ্জের জহরবেদিকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের উপস্থিতিতেই গোটা অনুষ্ঠান হবে। বীরভূম জেলা পুলিশ সূত্রের খবর রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে গোটা জোলার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমানা এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার তাই করা হয়েছে।তিনি আরও জানিয়েছেন এবারের সমাবর্তন অনুষ্ঠানে অন্যতম অতিথি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই স্বাভাবিক কারণেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সফরকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছে সোমবার সন্ধ্যায় রাজ্য সরকার দ্রৌপদি মুর্মুকে যে নাগরিক সংবর্ধনা দেবে তাতে তাঁকে আমন্ত্রণ জানান হয়নি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেল। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমন্ত্রণ জামান সত্ত্বেও বিজেপি নেতারা রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করেছেন।

Share this article
click me!

Latest Videos

হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar