চুরি করতে এসে গৃহকর্ত্রীকে ধর্ষনের অভিযোগ, হাতের বালা চিনিয়ে দিলো অপরাধীকে

Published : Jul 28, 2025, 05:11 PM ISTUpdated : Jul 28, 2025, 05:16 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Crime News: চুরি করতে এসে হলো না আর চুরি করা। খোদ চোরের লালসার শিকার বৃদ্ধা। ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Baruipur Crime News: বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ধর্ষক চোর। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাাম রোহাব শেখ। পিয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ। জেলা ছাড়াও বাইরের জেলাতেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। 

জানা গিয়েছে, নির্যাতিতা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ধৃতের খোঁজ শুরু করে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা। হাতের বালা দেখে চিহ্নিত হয় ধর্ষক চোর। ধৃতকে সোমবার বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। শুধু বারুইপুর থানার একাধিক চুরির ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ধর্ষক চোর। 

পুলিশ সূত্রে খবর, বারুইপুর স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গত ১০ দিনে ৩০ জন চোরকে গ্রেফতার করেছে। যার মধ্যে চারটি চুরির ঘটনার, চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করেছে পুলিশ। এদিকে চুরি করতে এসে ধর্ষণের ঘটনায় বারুইপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি বারুইপুর শহরতলিতে আরও নজরদারি বাড়ানোর আবেদন জানান তারা।

অন্যদিকে, বার-বার সতর্ক করা সত্ত্বেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না সাইবার প্রতারণার মতো ঘটনা। শহরে ফের সাইবার প্রতারণার শিকার যুবক। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ৪। উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী। জানা গিয়েছে, গার্ডেনরিচ থানায় দায়ের হওয়া সাইবার প্রতারণার মামলায় (কেস নম্বর ১৯৭, তারিখ ১৮.০৭.২০২৫, ধারা ৩১৮(৪)/৩১৯(২)/৩৩৬(৩)/৩৩৬(৪)/৩৪০(২)/৬১(২) বি.এন.এস., ২০২৩) বড়সড় সাফল্য পেল পোর্ট ডিভিশনের সাইবার সেল ও গার্ডেনরিচ থানার যৌথ তদন্তকারী দল। গার্ডেনরিচ থানার সাইবার সেলের অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী সন্দীপ কুমার আগরওয়াল (৩২), বাসিন্দা আলিফ নগর, গার্ডেনরিচ, জানান যে, গত ১১ জুলাই পূর্বে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অ্যাক্সিস ব্যাঙ্কের নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে তাতে গ্রাহক পরিষেবার নম্বর (৬২৮৭২০৯২৩৬) দেয়। অভিযোগকারী সেই নম্বরে ফোন করলে ফোন রিসিভকারী নিজেকে শাখা ব্যবস্থাপক বলে দাবি করে এবং একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠিয়ে অভিযোগকারীর মোবাইল হ্যাক করে নেয়। এর পরপরই ইউনিয়ন ব্যাঙ্ক, বরাতলা শাখায় থাকা তার ক্রেডিট অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেনের মাধ্যমে মোট ₹১,১৮,৪১০ টাকা তুলে নেওয়া হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?