Murshidabad: ধারের টাকা চাইতে গেলেই মারধরের অভিযোগ, বন্ধুর পরিবারের হাতে খুন বাবা

Published : Jul 05, 2025, 04:43 PM IST
dead body

সংক্ষিপ্ত

Crime News: মোবাইলের টাকা চাইতে গিয়ে বন্ধুর পরিবারের হাতে খুন বাবা। ঘটনায় শোরগোল এলাকায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Murshidabad News: নিজের বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে যাওয়ায় লাঠিসোটা ও রড দিয়ে বন্ধুর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনায় মৃত এক গুরুত্ব আহত দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

পরিবার সুত্রে খবর, ওই ব্যক্তির নাম আসগর শেখ(৫২)। বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। অভিযোগ মৃত আসগর সেখের ছেলে আনার সেখ তার বন্ধু জনি সেখকে একটি মোবাইল কিনে দেয় কিস্তিতে। কিস্তির টাকা বন্ধু জনি একবার দেওয়ার পর আর দেয়নি। বারবার টাকা চেয়ে না পেয়ে জনির বাবাকে আজকে দুপুরে বলতে যায় আনার সেখ। তখন কথা কাটাকাটি হয়। এরপর আনার তার নিজের বাড়ি চলে আসে। 

এরপর জনি ও তার বাবা রেহেসান সেখ আনার সেখের বাড়িতে চড়াও হয় লাঠিসোটা ও রড দিয়ে মারধর করতে থাকে বলে অভিযোগ। মারের আঘাতে গুরুত্বর জখম হয় আনার সেখ, বাবা আজগর সেখ ও তার এক ভাই। পরিবারের লোকজন তিন জনকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক বাবা আজগর সেখকে মৃত বলে ঘোষনা করে। বাকি দুই ভাইকে স্থানান্তরিত করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, বন্ধুকে মোবাইল কিনে দেওয়ার পর কিস্তির টাকা চাওয়া কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পারি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

অন্যদিকে,  একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে বিস্ফোরক তথ্য। কসবা কাণ্ড নিয়ে প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতা জানান, ‘মিটিয়ে নাও’ এই বার্তা এসেছিল ফোনে। জানায়, এরপর ফোন করেন কলেজেরই এক প্রভাবশালী। তিনি প্রথমে জিজ্ঞেস করেন, ঘটনাটা ঠিক কী? তারপর বলেন, ইনস্টিটিউশনের না জড়িয়ে যাচ্ছে। বিষয়টা একটু হাল্কা করা যান কি না দেখো। যদি একটা মধ্যস্থতায় আসা যায়।

ওই দিন তরুণীর কাছে আরও বেশ কিছু ফোন এসেছে। প্রত্যেকেই অভিযোগ না করার পরামর্শ দিনেছেন এবং বলেছেন কলেজের নাম উঠে আসছে। অন্য কিছু ভাবা যায় কি না দেখো। নির্যাতিতা তরুণী কিন্তু অনড়ই ছিলেন। প্রত্যেককেই বুঝিয়ে দিয়েছেন, কোনওরকম আপসে তিনি যাবেন না। কারণে তাঁর সঙ্গে ২৫ জুন সন্ধ্যার পর যা হয়েছে তার একটা হেস্তনেস্ত করতে হবে। ইউনিযন রুমে নিয়ে যাওয়ার পর তাঁকে মনোজিৎ সরাসরি কুপ্রস্তাব দিয়েছিল। অস্বীকার করায় চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালে মাথা ঠুকে দেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid News: অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী মন্তব্য নওশাদের?
Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন