
Malda News: জমি হাতাতে পিসিকে খুনের অভিযোগে ভাইপোকে দোষী সাব্যস্ত করল মালদহ জেলা আদালত। ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি প্রমাণ লোপাটে সাহায্যের জন্য এক সহকারীকেও সাত বছরের সাজা ঘোষণা করা হয়েছে। আইনজীবী হুমায়ুন মিয়াঁ জানান, “২০১৯ সালের ১৮ অগাস্ট নীলমণি হেমব্রম (৬০) নামে এক মহিলাকে খুন করে তাঁর ভাইপো শিবা হেমব্রম। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে খুনের পর রাতেই বর্মা হেমব্রম নামে এক স্থানীয়ের সাহায্যে মৃতদেহ ওই এলাকার খাড়ির ধারে পুঁতে দেয়। পরদিন এনিয়ে হবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবা ও বর্মাকে গ্রেপ্তার করে। ১৬ জনের সাক্ষীর ভিত্তিতে পঞ্চম দায়রা আদালতের বিচারক মনদ্বীপ দাশগুপ্ত শিবাকে খুনের অভিযোগে ও বর্মাকে প্রমাণ লোপাটে সাহায্যের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। খুনের মামলায় শিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য শিবা ও বর্মাকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশি দিয়েছেন বিচারক।
অন্যদিকে, মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রী ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের। তার গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির । জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি । এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় ।
প্রধানের গ্রেফতারের দাবিতে ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেরিয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নাম্বার মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকরা প্রধানের গ্রেফতারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
এই বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, ‘’একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট । আমরা ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে ।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।