ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা! এবার জিপিও বিল্ডিংয়ের বাথরুমে গোপনে মহিলার ভিডিও রেকর্ডিং করল সহকর্মী

Published : Sep 25, 2024, 12:42 PM IST
 RAPE CASE NEWS 12

সংক্ষিপ্ত

ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা! এবার জিপিও বিল্ডিংয়ের বাথরুমে গোপনে মহিলার ভিডিও রেকর্ডিং করল সহকর্মী

ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা? মেয়েরা নিরাপদ নয় শৌচালয়তেও! আরজিকরের তদন্ত এখনও চলছে। তার মধ্যেই ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। এবার ঘটল চাঞ্চল্যকর ঘটনা।

কলকাতার জিপিওতে বাথরুমের মধ্যে লুকিকে এক মহিলা সহক্রমীর ভিডিও বানাল যুবক। অভিযুক্ত ওই যুবক জিপিওর অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। এই ধৃতের নাম ভিকি মল্লিক। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।

মঙ্গলবার সকাল ১১টা ৫০ নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা যায় ওই মহিলা বাথরুমে ঢোকার সময় নেয় তাঁর পিছু নেয় অভিযুক্ত ভিকি। এরপর বাথরুমের দরজার ফাঁক দিয়েই গোপনে মহিলার নগ্ন ভিডিও রেকর্ড করছিল অভিযুক্ত। দেখতে পেয়ে সেই মুহূর্তেই চিৎকার করে ওঠেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অফিসের অন্যান্য কর্মচারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বাজেয়াপ্ত করে সে এই ধরনের কাজ আগে করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি নিজেদের কর্মক্ষেত্রেও নিরাপদ থাকতে পারবে না মেয়েরা। এই কথায় ফের ভাবাচ্ছে সকলকে।

                                আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে