সপ্তাহ জুড়ে ভোগান্তি! রেলের সময়সূচীতে বিরাট বদল, বাতিল হল একাধিক ট্রেন, রইল তালিকা

Published : Oct 07, 2025, 09:04 AM IST

রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়বে। এই সময়ে পাঁচটি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা সময় পরিবর্তন করা হয়েছে, যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

PREV
15

উৎসব শেষ ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। গোটা এক সপ্তাহ ধরে বন্ধ থাকবে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে এবং কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল।

25

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হবে এবং বেশ কিছু ট্রেনের সময় সীমা বদল হতে চলেছে। ৬ অক্টোবর থেকে ১২ অক্টোব পর্যন্ত হবে আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এই কারণে ৭ দিন ৫ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে।

35

রেল সূত্রে খবর, ৬, ৮, ১০, ১১ এবং ১২ অক্টোবর ৬৮০৭৭/৬৮০৯৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে। ৬৮০৪৬/ ৬৮০৪৫ আসানসোল-আদ্রা- আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১২ অক্টোবর। ৬৮০৫৬ টাটা- আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১১ অক্টোবর। ১০ এবং ১২ অক্টোবর বাতিল থাকবে৬৮০৫৬ আগ্রা মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ৬৮০৫৬ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১১ অক্টোবর।

45

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের। ৭ ও ১০ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া- বর্ধমান মেমু এক্সপ্রেস গোমো স্টেশন থেকে যাত্রা শুরু এবং শেষ করবে। গোমা- হাঁটিয়া- গোমো সেকশনে পরিষেবা বন্ধ থাকবে এই সময়।

ঝাড়গ্রাম- ধানবাদ- ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসেরও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে ৭ ও ১০ অক্টোবর বোকারো স্টেশনে এই ট্রেন সফল শুরু ও শেষ করবে।

55

আসানসোল- পুরুলিয়া- আসানসোল মেমু প্যাসেঞ্জাক ৭ ও ১০ তালিকা আদ্রা স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। আদ্রা- পুরুলিয়া- আদ্রা বিভাগে বন্ধ থাকবে পরিষেবা। হাঁটিয়া- খড়গপুর এক্সপ্রেস ৮ ও ১১ অক্টোবর হাঁটিয়া স্টেশন থেকে ২ ঘন্টা দেরি করে ছাড়বে। ১২ অক্টোবর বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার স্টেশন থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। ধানবাদ ও বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ৬, ১০,১১, ১২ অক্টোবর ধানবাদ থেকে ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে।

Read more Photos on
click me!

Recommended Stories