- Home
- West Bengal
- West Bengal News
- পাহাড়ে বহু জায়গায় নেমেছে ধস, কদিন বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা? জেনে নিন বিস্তারিত
পাহাড়ে বহু জায়গায় নেমেছে ধস, কদিন বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা? জেনে নিন বিস্তারিত
নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও ধসের কারণে দার্জিলিং-এর টয় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পরিষেবা স্থগিত থাকলেও, পর্যটকদের জন্য জয়রাইড পরিষেবা চালু রাখা হবে বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

নিম্নচাপের প্রবল বৃষ্টিতে বিপর্যন্ত দার্জিলিং-র একাধিক এলাকা। ধস নেমেছে বহু রাস্তায়। প্রাকৃতিক বিপর্যয়ে বন্ধ টয় ট্রেন। তবে জয়রাইড হিসেবে টয় ট্রেন পরিষেবা চালু রাখা হবে বলে খবর। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে দিল বিশেষ বার্তা।
শনিবার রাতের ভয়াবহ দুর্যোগে কার্যত বেসামাল অবস্থা দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোর। বহু জায়গা বিধ্বস্ত। ১০ নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ। ক্রমে বাড়ছে মৃত্যু। পাড়ারের একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে টয় ট্রেনের লাইন। বহু জায়গায় ট্রেন লাইনের নীচের মাটি সরে গিয়েছে। কোথাও ধস নেমেছে লাইনের ওপরেও। রাস্তা মোটামুটি ঠিক না হলে টয় ট্রেন চালানো যাবে না বলে খবর।
শনিবার রাতের ভয়াবহ দুর্যোগে কার্যত বেসামাল অবস্থা দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোর। বহু জায়গা বিধ্বস্ত। ১০ নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ। ক্রমে বাড়ছে মৃত্যু। পাড়ারের একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে টয় ট্রেনের লাইন। বহু জায়গায় ট্রেন লাইনের নীচের মাটি সরে গিয়েছে। কোথাও ধস নেমেছে লাইনের ওপরেও। রাস্তা মোটামুটি ঠিক না হলে টয় ট্রেন চালানো যাবে না বলে খবর।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আধিকর্তা ঋষভ চৌধুরী বলেন, ধসের কারণেই আপাতত সব ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। তবে ৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে। পরবর্তীতে পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেই কবে থেকে ট্রেন চালানো যাবে। যদিও জয়রাইড পরিষেবা উপভোগ করতে পারবেন পর্যটকরা।
এদিকে পাহাড়ের অন্যতম আকর্ষাণ হল টয় ট্রেন। দেশ বিদেশের পর্যকরা পাহাড়ে এসে তাতে চড়েন। কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপাতত তা বন্ধ। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি এই পরিষেবা বন্ধ। এছাড়া যা স্পেশ্যাল ট্রেন চালু হয়েছিল সবই বন্ধ করা হয়েছে।
একটি শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত টি অ্যান্ড টিম্বার স্পেশাল জয়রাইড, একটি দার্জিলিং কার্শিয়াং হিল স্পেশাল ও আপেরটা কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল। পর্যটন মরশুমে এগুলো শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ ধসের কারণে তা বন্ধ করা হল।

