এসআইআর-ভোটার শুনানির মধ্যেই এসডিও অফিসে আগুন, শিলিগুড়িতে চাঞ্চল্য

Published : Jan 08, 2026, 12:25 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Siliguri News: ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানির আবহে আগুন আতঙ্ক শিলিগুড়ির এসডিও অফিসে। পুড়ে ছাই এসআইআরের নথি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Siliguri News: এসআইআর-এর  ভোটার শুনানি আবহে এসডিও অফিসে আগুন। একাধিক নথিপত্র পুড়ে ছাই। শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন। সূত্রের খবর, দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি মহকুমা শাসকের দফতর। 

এসডিও অফিসে আগুন আতঙ্ক:-

 বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি জংশন সংলগ্ন মহকুমা শাসকের দফতরের একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এই অগ্নিকাণ্ডের দরুন ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

এদিকে, ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা কমিশনের কর্তব্য। 

কমিশনের স্পষ্ট বক্তব্য, যাতে কোনও বিদেশি নাগরিক ভারতের নির্বাচনে ভোট দিতে না পারেন, সেটাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান বিরোধী, প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী।

তিনি আবেদনকারীদের সেই দাবি খারিজ করেন, যেখানে বলা হয়েছিল নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ নয় এবং শুধু আধার থাকলেই ভোটার তালিকায় নাম তোলা উচিত। রাকেশ দ্বিবেদী বলেন, ভোটার তালিকায় কোনও বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান অনুযায়ী ঠিক নয়। তিনি জানান, গণপরিষদের সময় থেকেই নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধান প্রণেতারাই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন, যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই ভোটার হিসেবে নথিভুক্ত করা হয়। 

তিনি আরও জানান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো শীর্ষ সাংবিধানিক পদে নিযুক্ত হওয়ার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। সংবিধানের ১২৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ক্ষেত্রেও নাগরিকত্ব অপরিহার্য শর্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘অনেক চুরি দেখেছি কিন্তু ফাইল চুরি এই প্রথম!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু
'ধূপগুড়ির বিধায়ক অপদার্থ,' প্রকাশ্যে তোপ তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নেতা তাপস করের