জানুয়ারি থেকে কত বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাত? বছর শেষে বিরাট ইঙ্গিত মমতা সরকারের

Published : Dec 20, 2025, 10:01 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক সাম্প্রতিক মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে যে, এই প্রকল্পের ভাতা বেড়ে ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ভোটের আগে এই সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে।

PREV
15

বর্তমানে পশ্চিম বাংলায় চালু আছে বিভিন্ন প্রকল্প ও ভাতা। যার দ্বারা উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের সকলের জন্য বিভিন্ন ভাতা ও প্রকল্প চালু করেছে মমতা সরকার। এর দ্বারা কখনও প্রতি মাসে মেলে আর্থিক সুবিধা তো কখনও মেলে এককালীন টাকা।

25

এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে ১০০০ থেকে ১৫০০ টাকা। যা সরাসরি মেলে ব্য়াঙ্ক অ্যাকাউন্টে।

35

এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল এই ভাতা। শোনা যাচ্ছিল দ্বিগুণ হবে ভাতা। সাধারণ জাতির মহিলারা পাবেন ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০। তবে এবার মিলল আরও এক চমকপ্রদ খবর।

45

শোনা যাচ্ছে প্রায় আড়াই গুণ বেড়ে যাচ্ছে ভাতা। সদ্য এমন জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, ‘শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।’ এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার।

55

তবে আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। শোনা যাচ্ছে এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হবে ভাতা। ভোটের আগেই ভাতা বৃদ্ধির গুঞ্জন চলছে সর্বত্র। তবে, তা যে নিশ্চিত তা তৃণমূল নেত্রী সায়নী ঘোষর কথায় স্পষ্ট।

Read more Photos on
click me!

Recommended Stories