টোটো চালকদের বিক্ষোভে অবরুদ্ধ জলপাইগুড়ি শহর, রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বচসা পুলিশের সঙ্গে

Published : Dec 20, 2025, 09:33 AM IST

Toto Worker Protest: টোটো চালকদের বিক্ষোভে অবরুদ্ধ জলপাইগুড়ি। টোটোর রেজিস্ট্রেশন ফি কমানো সহ একগুচ্ছ দাবি সহ বিক্ষোভে নামলেন টোটোচালকরা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
জলপাইগুড়িতে টোটোচালকদের বিক্ষোভ

জলপাইগুড়ির নেতাজিপাড়া বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ টোটোচালকদের। জলপাইগুড়ি শিলিগুড়ি রোড অবরুদ্ধ। টোটোর রেজিস্ট্রেশনের ফি কমানো, টোটো চালকদের সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে আজ জলপাইগুড়ির নেতাজীপাড়া বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সিটু সমর্থিত ই রিকশ চালক ইউনিয়ন। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

25
কী কারণে বিক্ষোভ?

রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা করা সহ বিভিন্ন দাবি নিয়ে ফের অবস্থান আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ির ই-রিকশা ইউনিয়নের সদস্যরা। শুক্রবার দুপুরে কয়েকশো ই-রিকশা‌ চালক‌ মিছিল করে এসে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া‌ এলাকায় রাস্তা অবরোধ করে অবস্থান আন্দোলন শুরু করেন।

35
আন্দোলনকারীদের দাবি কী?

আন্দোলনকারীদের দাবি, সরকারি রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা করতে হবে। তাছাড়া টোটো এবং ই-রিকশাকে আলাদা করা যাবে না বলে দাবি করেন তিনি। এছাড়া ই-রিকশা‌ চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়। টোটো এবং ই- রিকশার‌ মধ্যে কোন‌ও ভেদাভেদ করা যাবে না বলে দাবি করেন তিনি।

45
পোর্টালের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশনের দাবি বিক্ষোভকারীদের

তিনি আরও বলেন, ‘’এককালীন সর্বোচ্চ ৩০০ টাকায় টিটিইএন(TTEN) পোর্টালের মাধ্যমেই সব গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে।'' এছাড়াও শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে কোন‌ও রেজিস্ট্রেশন না‌ করার দাবি জানান তারা।

55
রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধির দাবি টোটোচালকদের

রেজিস্ট্রেশনের সময়সীমা আর‌ও অন্তত ৫ মাস বৃদ্ধি করার পাশাপাশি নতুন ই-রিকশা কেনার জন্য সহজ শর্তে ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা করার দাবি জানান ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। এই দাবিগুলো নিয়ে জলপাইগুড়ি শহরের এছাড়া শান্তিপাড়া এলাকায় বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান তারা।

Read more Photos on
click me!

Recommended Stories