পুরুষ ও মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ভয়াবহ মারধর! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার তৃণমূল নেতা

Published : Jul 02, 2024, 06:18 PM IST
nancy tiwari

সংক্ষিপ্ত

পুরুষ ও মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ভয়াবহ মারধর! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার তৃণমূল নেতা

তালিবানিকায়দায় মার! এক পুরুষ আর মহিলাকে রাস্তায় ফেলে লাঠির গোছা দিয়ে ভয়াবহ মার। ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে তৃণমূল নেতা জেসিবির নাম উঠে এসেছে।

ভাইরাল ভিডিও প্রকাশ পেতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

অভিযক্তের ব্যাপারে খোঁজ নিতেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসচে তাঁর বিরুদ্ধে। আরও এক ভাইরাল ভিডিওতে এক সিপিএম নেতাকে খুন করতে দেখা গিয়েছে জেসিবিকে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলার ছবিও ধরা পড়েছে । মহিলার পরনে শুধু নাইটি ছিল এবং পুরুষের শরীরে কোনও জামা কাপড় ছিল না। এই পুরুষ ও মহিলাটিকে রাস্তায় ফেলে মারধর করতে দেখা গিয়েছে ভিডিওতে।

জেসিবির আসল নাম তাজমুল বলে জানা যায়। লক্ষ্মীগ্রামপুরের বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় তাজমূলই নাকি প্রশাসন। সেই কারণে এই এলাকাতে দপট চালাত জেসিবি।

পরে গোপনে তার একটি ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট করতেই হইচই পড়ে যায়। এবং তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। ভিডিও গুলিও সত্য কি না তা যাচাই করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Sports News: পাওয়ারলিফটিংয়ে বিশ্বসেরা, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ‘পাওয়ার গার্ল’
কাল থেকেই ভোট প্রচার শুরু বিজেপির, একদিনে ১৩০০০ পথসভা গেরুয়া শিবিরের