মগরায় রহস্যজনক কাণ্ড! স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে একসঙ্গে উধাও ৫ ছাত্রী

চারিদিকে এমনিতেই চলছে ছেলেধরা গুজব। তারই মাঝে ছাত্রী উধাও। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ৫ ছাত্রী।

চারিদিকে এমনিতেই চলছে ছেলেধরা গুজব। তারই মাঝে ছাত্রী উধাও। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ৫ ছাত্রী।

উল্লেখ্য, তারা প্রত্যেকেই একই স্কুলের পড়ুয়া। এমনকি, একই শ্রেণিতে পড়ে সবাই। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও, বাড়িতে ফেরেনি সেই ৫ জন। তারপর শুরু হয় খোঁজাখুজি। চিন্তার ভাঁজ পরিবারের কপালে। রাতে মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রত্যেকের বাড়ির অভিভাবক।

Latest Videos

জানা যাচ্ছে, নিখোঁজ ছাত্রীরা সবাই মগড়া প্রভাবতী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তারা সবাই অষ্টম শ্রেণিতে পড়ে। প্রত্যেকের বাড়ি মগরা ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায়। পুলিশ (Police) ও নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে তারা প্রত্যেকেই স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও তারা না ফেরায় শুরু হয় খোঁজাখুজি।

এমনকি, খোঁজ নিতে যাওয়া হয় স্কুলেও। সেখানে গিয়ে অভিভাবকরা জানতে পারেন যে, পাঁচ নিখোঁজ ছাত্রীর কেউই নাকি স্কুলে আসেনি। তাহলে তারা কোথায় গেল? প্রত্যেকের পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের মেয়ে ফিরে না আসায় উৎকণ্ঠা শুরু হয়ে যায়।

অবশেষে স্থানীয় মগড়া (Mogra) থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কারোরই খোঁজ পাওয়া যায়নি। এক অভিভাবকের কথায়, “নিখোঁজ সবাই একই এলাকাতে থাকে। একসঙ্গেই সবাই স্কুলে যেত। খুব ভালো বন্ধু ছিল ওরা সবাই। কিন্তু আজ হটাৎ কি হল জানিনা। স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি কেউ। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে শেষে থানায় অভিযোগ জানিয়েছি আমরা।”

একসঙ্গে পাঁচ বান্ধবীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ

হুগলিতে নৃশংস ঘটনা! বচসার জেরে যুবককে বাইক থেকে নামিয়ে পিটিয়ে খুনের অভিযোগ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?