কাঞ্চন-শ্রীময়ীর সন্তান প্রসবের বিল ৬ লক্ষ টাকা, বিধানসভায় বিল জমা করলেন বিধায়ক

সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রী ও পরিবারের হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়া হয়। সেই টাকা মিটিয়ে দেয় সরকার। বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের চিকিৎসার দায়িত্ব সরকারের।

 

এক বা দুই লক্ষ টাকা নয়, বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্তান জন্মানোর বিল ৬ লক্ষ টাকা। নভেম্বরেই ভূমিষ্ঠ হয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁর স্ত্রী শ্রীয়মীয় চট্টোরাজ জন্ম নিয়েছে কৃষভি-র। সেই সময় হাসপাতালের বিল হয়েছিল ৬ লক্ষ টাকা। সেই বিলই সম্প্রতি জমা দিয়েছেন বিধায়ক। যা নিয়ে রীতিমত চর্চা শুর হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রী ও পরিবারের হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়া হয়। সেই টাকা মিটিয়ে দেয় সরকার। বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের চিকিৎসার দায়িত্ব সরকারের। সাধারণত মেডিক্যাল বিলের কোনও উর্ধ্বসীমা নেই। শুধুমাত্র চশমার ক্ষেত্রে সরকার উর্ধ্বসীমা ৫ হাজার টাকা বেঁধে দিয়েছে। কিন্তু কাঞ্চন মল্লিক স্ত্রীর সন্তান প্রসবের বিল ৬ লক্ষ টাকা জমা দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিধানসভা সূত্রের খবর , বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে কাঞ্চন মল্লিকের সন্তানের। সেখানে খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। কিন্তু চিকিৎসার জন্য খরচ হয়েছে ৪ লক্ষ টাকা।

Latest Videos

বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিল খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিধায়কের সঙ্গে কথা বলা হবে। দরকারে চিকিৎসকদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দোল পূর্ণিমার সময়ই শ্রময়ী চট্টোরাজ মা হতে চলেছেন বলে জানা গিয়েছিল। অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রময়ীর কন্যা সন্তানের জন্ম হয়। তাঁরা সন্তানের নাম রাখেন কৃষভি।

বছর খানেক আগেই শ্রীয়মীকে বিয়ে  করেছিলেন কাঞ্চন মল্লিক। সেই সময় অনেকেই অভিনেতা ও অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন। যাইহোক চিকিৎসকদের আন্দোলনের সময়ও কাঞ্চন মল্লিকের মন্তব্যে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যদিও তৃণমূল সূত্রের খবর তিনি রাজ্য নেতৃত্বের ঘনিষ্ট । 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today