সোমবার, সপ্তাহের প্রথম দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বর্তমান থাকবে।
কলকাতার তাপমাত্রা
বৃষ্টি হলেও অস্বস্তি থেকে আপাতত মুক্তি নেই কলকাতাবাসীর। কারণ এদিন কলকাতা- গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামিকালও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
বর্ষা করে
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,চলতি মাসেই বর্ষা আসবে। তবে খুব দ্রুত ঢুকছে মৌসুমি বায়ু। যার কারণে বাতাসে জলীয় বাষ্পের প্রভাব অনেক বেশি। ১০ জুনের মধ্যে বর্ষা আসবে।
স্বস্তির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস বলেছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যের ঝড় বৃষ্টি হবে। তবে বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার আগে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বর্ষার আগে কলকাতা সহ গোটা রাজ্যের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তাতে সাময়িক তাপমাত্রার পারদ নামবে। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।
বৃষ্টির ঘাটতি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের অধিকাংশে জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ,নদিয়া, হুগলি,হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।
স্বাভাবিক বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং ও বাঁকুড়ায় স্বাভাবিক বৃ্ষ্টি হয়েছে।
৬০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার, বীরভূম, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ৬০ শতাংশের কম বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪পরগনায়।