বর্ষা রয়েছে পা বাড়িয়ে! তবে এই সপ্তাহেও কাটছে না গরম, কতটা অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গবাসী?

Published : Jun 02, 2024, 06:53 AM IST

বর্ষা রয়েছে পা বাড়িয়ে! তবে এই সপ্তাহেও কাটছে না গরম, কতটা অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গবাসী?

PREV
18
বর্ষা এল বলে!

অবশেষে রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। আপাতত উত্তরবঙ্গে নেমেছে বর্ষা।

28
বর্ষা এল বলে!

আগামী ৩- ৪ দিনে দক্ষিণবঙ্গেও বর্ষার আগমন হতে পারে বলে অমুমান আবহাওয়াবিদদে।

38
বর্ষা এল বলে!

রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদিন অস্বস্তির গরম থাকলেও রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

48
বর্ষা এল বলে!

এ ছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে।

58
বর্ষা এল বলে!

সোম থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এ ছাড়া এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে।

68
বর্ষা এল বলে!

তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দেবে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

78
বর্ষা এল বলে!

সপ্তাহের শেষে রাজ্য জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

88
বর্ষা এল বলে!

এ ছাড়া সপ্তাহের শেষে দক্ষিনবঙ্গের জেলায় জেলায় নামতে পারে বর্ষা।

click me!

Recommended Stories