বর্ষা রয়েছে পা বাড়িয়ে! তবে এই সপ্তাহেও কাটছে না গরম, কতটা অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গবাসী?
বর্ষা রয়েছে পা বাড়িয়ে! তবে এই সপ্তাহেও কাটছে না গরম, কতটা অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গবাসী?
Anulekha Kar | Published : Jun 2, 2024 1:23 AM IST
বর্ষা এল বলে!
অবশেষে রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। আপাতত উত্তরবঙ্গে নেমেছে বর্ষা।
বর্ষা এল বলে!
আগামী ৩- ৪ দিনে দক্ষিণবঙ্গেও বর্ষার আগমন হতে পারে বলে অমুমান আবহাওয়াবিদদে।
বর্ষা এল বলে!
রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদিন অস্বস্তির গরম থাকলেও রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বর্ষা এল বলে!
এ ছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে।
বর্ষা এল বলে!
সোম থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এ ছাড়া এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে।
বর্ষা এল বলে!
তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দেবে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বর্ষা এল বলে!
সপ্তাহের শেষে রাজ্য জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বর্ষা এল বলে!
এ ছাড়া সপ্তাহের শেষে দক্ষিনবঙ্গের জেলায় জেলায় নামতে পারে বর্ষা।