হটাৎ করে আকাশ থেকে ঝরে পড়ছে টাকা! এও আবার হয় নাকি? মালদায় হুলুস্থুল কাণ্ড

Published : Dec 24, 2024, 10:46 PM IST
Mishtann Foods Stock Crash

সংক্ষিপ্ত

সোমবার থেকে ওই এলাকায় ১০ টাকা এবং ৫ টাকার কয়েন, আবার কখনও ২০০ টাকার গোটা নোটও পড়তে দেখা যায়। 

আকাশ থেকে টাকার বৃষ্টি! এমনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল মালদার হাবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকা।

সোমবার থেকে ওই এলাকায় ১০ টাকা এবং ৫ টাকার কয়েন, আবার কখনও ২০০ টাকার গোটা নোটও পড়তে দেখা যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশ থেকে টাকা পড়ার খবরটি ছড়িয়ে পড়তেই মানুষজন ছুটে যান সেই টাকা কুড়োতে। কেউ আগে পৌঁছে যা পাচ্ছেন, তা নিয়েই আবার বাড়ি ফিরছেন। এমনকি, রান্নাবান্না ফেলে পরিবারের ছোট-বড় সবাই নেমে পড়েছেন আকাশ থেকে সেই টাকা পড়ার জন্য অপেক্ষা করতে।

মঙ্গলবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যা দেখতে ভিড় জমাতে থাকেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। স্থানীয়রা এই ঘটনাকে বড়দিনের আগে থেকেই সান্তাক্লজের উপহার বলে মজা করলেও বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসতেই তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে এবং এর পেছনে ঠিক কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

তবে এই অদ্ভুত ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি এক অদ্ভুত বিস্ময়ও কাজ করছে। কেউ কেউ আবার সেই কুড়নো টাকা দিয়ে পিকনিকের পরিকল্পনাও করেছেন। এদিকে আবার শিশুরা এই ঘটনাকে অবাক হয়ে দেখছে এবং মনে করছে, যেন সত্যি সান্তাক্লজ তাদের জন্য উপহার পাঠিয়ে দিয়েছে।

কিন্তু পুলিশ এই ঘটনার উৎস খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে আকাশ থেকে টাকা পড়ার রহস্য এখনও উন্মোচিত হয়নি বলেই জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
Dilip Ghosh: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ?