বঙ্গে কি এবার আগাম বর্ষা! সপ্তাহ জুড়ে কলকাতা-সহ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Published : May 19, 2025, 07:42 PM ISTUpdated : May 20, 2025, 12:18 PM IST

Monsoon update: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পা রেখেছে বর্ষা। কবে কলকাতায় আসছে স্বস্তির বর্ষা? সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয় অফিস। 

PREV
112
প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি

কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্যাচপ্যাচে গরম ছিল। কিন্তু রবিবার থেকেই কিছুটা বদলেছে আবহাওয়া।

212
সপ্তাহ জুড়ে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

312
আবহাওয়ার পরিবর্তনের কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পঞ্জব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি হরিয়ানা, উত্তরপ্রদেশ , বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। তাতেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

412
বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি

এই অক্ষরেখার কারণেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সবকটি জেলায় ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। কিন্তু অস্বস্তি কমবে না।

512
তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত অস্বস্তিকর গরম থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

612
আগাম বর্ষা বঙ্গে

টানা কয়েক দিনের প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পাওয়া গেছে। ক্রমাগত ঝড়বৃষ্টি হচ্ছে। তাতেই আগাম বর্ষার আশা করছে বঙ্গবাসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পা রাখায় আশা আরও বাড়ছে।

712
পাঁচ দিন আগে বর্ষা

মৌসম ভবন জানিয়েছে, আন্দামানে নির্ধারিত সময়ের ৫ দিন আগেই পা রেখেছে বর্ষা। তাই ভারতের মূলভূখণ্ডে আগে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে।

812
জুনের প্রথমেই বর্ষা

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে জুনের প্রথম সপ্তাহেই বর্ষা আসতে পারে ভারতের মূল ভূখণ্ডে।

912
প্রথম বর্ষা

ভারতের মূল ভূখণ্ডে প্রথমে বর্ষা পা রাখে কেরলে। তারপরই গোটা দেশে ছড়িয়ে পড়ে। এবারও বর্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে।

1012
বঙ্গে বর্ষা

কলকাতায় বর্ষা পাকাপাকিভাবে আসে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে। এবার কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে কেরলে কবে বর্ষা ঢুকবে তার ওপরই নির্ভর করে কলকাতায় বর্ষা ঢোকার দিনক্ষণ।

1112
কলকাতার তাপমাত্রা

এদিন কলকাতর সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্যই কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪।

1212
কলকাতায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় সোমবার থেকে সপ্তাহভোর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories