WB Weather News: বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

Published : May 19, 2025, 11:31 AM IST

WB Today Weather Update: সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও মেঘ কখনও রোদ। সপ্তাহের শুরুতেই কেমন থাকবে আবহাওয়া? জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।            

PREV
112
কেমন থাকবে আজকের আবহাওয়া

আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত।

212
ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ক্রমশ এগোচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছিল।

312
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির আশঙ্কা

পরিস্থিতি অনুকূল আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মালদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরো কিছু এলাকায় ঢুকে পড়বে। মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে।

412
বাংলায় বাড়বে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টি

পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি হরিয়ানা ও রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত। বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর দিয়ে রয়েছে। যারফলে বাংলাতেও ব্রজপাত সহ বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। 

512
সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনা

উত্তরপ্রদেশ হরিয়ানা এবং তেলেঙ্গানা,ও আসামে সক্রিয় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।

612
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম ও অস্বস্তি ভাব বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস। তাপমাত্রা সামান্য কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

712
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে ঝড়ের সম্ভাবনা শুধু পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। 

812
কোন কোন জেলায় ঝড়বৃষ্টি

হাওয়া অফিস সূত্রে খবর, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে।

912
দক্ষিণবঙ্গে পারা পতন

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য কমতে পারে।  

1012
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। তিনদিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। 

1112
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস চলবে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছয় জেলাতে বেশি। আগামীকাল ভারী বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সম্ভাবনা বেশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ওপরের জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

1212
ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। এবং কলকাতায় ঝড় বৃষ্টির ফলে রাত ও দিনের তাপমাত্রা নামবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত।

Read more Photos on
click me!

Recommended Stories