ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি! ত্রাণ নিয়ে ছুটে গেলেন সাংসদ দেব, দিলেন মাস্টারপ্ল্যান নিয়ে বড় আপডেট

Published : Sep 22, 2024, 07:06 PM IST
DEV AT GHATAL

সংক্ষিপ্ত

এই মুহূর্তে কার্যত বন্যার কবলে ঘাটাল (Ghatal)। বানভাসি ঘাটালে এবার পৌঁছলেন সাংসদ দেব (Dev)।

এই মুহূর্তে কার্যত বন্যার কবলে ঘাটাল (Ghatal)। বানভাসি ঘাটালে এবার পৌঁছলেন সাংসদ দেব (Dev)।

একের পর এক গ্রাম জলের নিচে। বাড়িঘর, জমি, পুলিশ থানা, সব জলের তলায়। পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই নিজের সংসদীয় এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে রবিবার, ঘাটাল ছুটে গেলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। এদিন বোটে চেপে গোটা জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

সেইসঙ্গে, নিজে হাতে ত্রাণও পৌঁছে দেন দেব। স্বাভাবিকভাবেই, এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তা নিয়ে সাংসদ দাবি করেছেন, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অন্তত পাঁচ বছর সময় লাগবে।

একদিকে নিম্নচাপ, অন্যদিকে ডিভিসির ছাড়া জলে প্লাবিত সমগ্র ঘাটাল। প্রতি বছরের মতো এবারও পুজোর মুখে ভেসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বন্যা পরিস্থিতির শুরুতেই ঘাটালে এসেছিলেন দেব। এদিন আবার ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল আসেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং মুখ্যসচিব মনোজ পন্থ।

তারা বোটে চড়ে পরিদর্শন করেন গোটা এলাকা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংসদ জানান, “মানুষ ভীষণ কষ্টের মধ্যে রয়েছে। আমি জাভেদদাকে জানিয়েছিলাম। উনি পুরো ত্রাণের ব্যবস্থা করে দেন। কথা দিয়েছিলেন আজ আসবেন। আমাদের সঙ্গে এসেছেন।”

দেব আরও যোগ করেন, “আমাদের দিদি কেন্দ্রকে চিঠি দিয়েছেন। ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশ্যই পূরণ করা হবে। এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি।”

তবে সেই মাস্টারপ্ল্যান সম্পন্ন হতে যে সময় লাগবে, তা পুরোপুরি স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “যারা চিৎকার করছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাদের জানা উচিৎ সেটা পাঁচ বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব নয়।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন
Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ