'আমার শাড়ির বিজনেস অনেকদিনের, হয়তো মানুষের ভালো লাগবে,' চুঁচুড়া বিধানসভা উৎসবে স্টল সাংসদ রচনার

Published : Jan 23, 2025, 10:33 PM ISTUpdated : Jan 23, 2025, 11:05 PM IST
Rachna

সংক্ষিপ্ত

ছোটপর্দার জনপ্রিয় গেম শো 'দিদি নাম্বার ওয়ান'-এ মহিলাদের স্বনির্ভরতার বার্তা দেন। এবার বাস্তবে সেটা তুলে ধরলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। এই উৎসব প্রাঙ্গনে বিভিন্ন আয়োজন রয়েছে। নানা স্টল রয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের স্টল। শাড়ি ও বিভিন্ন প্রসাধনী দ্রব্যের স্টল দিয়েছেন রচনা। তিনি জানিয়েছেন, 'শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি। শহরের বুকের মধ্যে হচ্ছে। আমার শাড়ির বিজনেস অনেকদিনের। অনেক বছর হয়ে গিয়েছে। আগে আমি বেশি ইনভলভড থাকতাম। এখন কাজের ব্যস্ততার মধ্যে একটু কম হয়ে গিয়েছে। আমার লোকজন রয়েছে। ভীষণ ভালো রেসপন্স। চুঁচুড়ার বুকে এত বড় উৎসব বলে সব প্রোডাক্টস নিয়ে স্টল দিয়েছি। ১০ দিন ধরে চলবে উৎসব। দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে।'

প্রথমবার চুঁচুড়া বিধানসভা উৎসব

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে প্রথমবার চুঁচুড়া বিধানসভা উৎসব আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এই উৎসব ও মেলা উদ্বোধন করেন রচনা। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক অরিন্দম গুঁই, চাঁপদানী পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। রচনা বলেন, এত বড় আকারে মেলা হচ্ছে দেখে তিনি খুব খুশি। ব্যস্ততার জন্য তাঁর পক্ষে এখন আর সেভাবে মেলায় ঘোরা সম্ভব হয় না। শাড়ি ও প্রসাধনীর জন্যও খুব বেশি সময় দিতে পারেন না। তবে এই উৎসবে তাঁর স্টল থাকছে।

চুঁচুড়ায় প্রথমবার উৎসব

চুঁচুড়ার বিধায়ক জানিয়েছেন, ‘আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী হওয়ায় উৎসবটি অত্যন্ত বিশেষ। এই মেলা প্রথমবার আয়োজন করা হয়েছে এবং এখন থেকে প্রতি বছর একইভাবে উৎসব এবং মেলার আয়োজন করা হবে।’ এই মেলায় প্রথম দিন বহু মানুষের ভিড় দেখা যায়। বাকি দিনগুলিতেও মেলায় ভিড় দেখা যাবে বলে আশা বিধায়ক-সাংসদদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'লকেট পালিয়ে গেছে, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁরা এখন কপাল চাপড়াচ্ছেন'- বিস্ফোরক রচনা

আরও কাছাকাছি রচনা-প্রবাল, তৃণমূল সাংসদের জীবনে কী কাটতে চলছে দাম্পত্য শীতলতা

'লকেটকে এক হাঁড়ি দই পাঠাব' ভোটে জিতে বিরোধী প্রার্থীকে বার্তা পাঠালেন রচনা

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?