BJP State President: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কার হাতে পরবর্তী ব্যাটন? শমীকেই ভরসা গেরুয়া শিবিরের!

Published : Jul 03, 2025, 07:17 AM IST

BJP Bengal:  সুকান্ত মজুমদারের পর বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বেশকিছু দিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে এলো নতুন সভাপতির নাম।  বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি… 

PREV
110
বিজেপির রাজ্য সভাপতি মনোনয়ন

বিজেপিতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পরবর্তী উত্তরসূরি কে হবেন? এই নিয়ে জলঘোলা চলছিল অনেকদিন ধরেই গেরুয়া শিবিরে। অবশেষে বুধবার বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সাংসদ শমীর ভট্টাচার্য। 

210
বিজেপিতে শমীক যুগের শুরু

তাহলে কী এবার দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির ব্যাটন ধরতে আসরে নামছেন শমীক ভট্টাচার্য?  গেরুয়া শিবিরের হাওয়া তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে শমীকই হতে পারেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। 

310
শমীকেই ভরসা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের

দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পর কে হতে পারেন বাংলার পরবর্তীর বিজেপির রাজ্য সভাপতি? তা নিয়ে অনেক দিন ধরেই কাঁটাছেড়া চলছিল। শমীক ভট্টাচার্য যে নিজেও অতটা আগ্রহী ছিলেন  তা নয়। তবে এতদিন পর্যন্ত দলের মুখপাত্র হিসেবে বাংলায় ব্যাটন সামলে এসেছেন তিনি। তাই তো শহুরে শিক্ষিত শমীকেই ভরসা করছে  কেন্দ্রীয় নেতৃত্ব। 

410
মুখপাত্র হিসেবে দূরদর্শীতার পরিচয়

দলে বরাবরই শিক্ষিত, ভদ্র, মার্জিত লোক হিসেবেই তিনি পরিচিত। অন্যরা যেখানে বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়ায় সেখানে রাজনীতিতে মার্জিত ভাষাতেই বিরোধী পক্ষকে কটাক্ষ করতে ছাড়েন না শমীক ভট্টাাচার্য। বিজেপির মুখপাত্র হিসেবে যেকোনও পরিস্থিতিতে সংবাদ মাধ্যম বা প্রতিপক্ষকে সামলাতে তিনি আগেও বহুবার দিয়েছেন নিজের পারদর্শীতার পরিচয়। 

510
আপাতমস্তক ভদ্রলোক

শহুরে শিক্ষিত শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির অন্দরে এবং বাইরে আপাতমস্তক ভদ্রলোক হিসেবেই পরিচিত। সাংসদ হিসেবে সংসদে যেমন বিভিন্ন  ইস্যুতে মার্জিত ভাষাতেই গর্জে ওঠেন তেমনই শহর ও শহরতলির বাইরে বাঙালি অধ্যুষিত এলাকাতে শমীককেই কাজে লাগাতে চান বিজেপি শিবির। 

610
শমীকের গ্রহণযোগ্যতা বেশি?

বিরোধী দলের মুখপাত্র হতে গেলে সবার আগে যেটা দরকার গ্রহণযোগ্যতা। সেটা খুব ভালো করেই শমীক ভট্টাচার্যের রয়েছে। রাতবিরাতে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া থেকে শুরু করে দলের ভাবমূর্তি রক্ষায় সদাসচেষ্ট শমীক। যা  বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীরও নেই। 

710
ভোটের ময়দানে শমীকই ভরসা

বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গ  বিজেপির রাজ্য সভাপতির সুসম্পর্ক বজায় রেখেই আসন্ন  ২৬-এর ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। তাই তো শমীকেই ভরসা গেরুয়া শিবিরের। 

810
বিনা ভোটেই জয়ী শমীক!

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে শেষ মুহুর্ত পর্যন্ত চলে টানটান নাটক। শেষ পর্যন্ত দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে শমীক ভট্টাচার্যের বিপরীতেও মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা হয়। তবে বিজেপির সাংগঠনিক নির্বাচনের বিধিভঙ্গ হওয়ায় গৃহীত হল না সেই মনোনয়ন। ফলে বিনা ভোটেই বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য।

910
পদ নিয়ে শমীকের দাবি

বুধবার বিকেলে মনোনয়ন জমা দেওয়ার পর শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘’আমি আজ মনোনয়ন পত্র জমা দিলাম সভাপতির পদের জন্য। ব্যাকড্রপের নিচে থাকি। সব সময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে।''  

1010
রাজ্যসভার সাংসদের হাতেই বঙ্গ বিজেপির ব্যাটন

সূত্র মারফত খবরে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে  রাজ্যের পরবর্তী বিজেপি সভাপতি হিসেবে উঠে আসতে পারে শমীক ভট্টাচার্যের নাম। তাহলে শেষপর্যন্ত রাজ্যসভার সাংসদের হাতেই বঙ্গ বিজেপির ব্যাটনে সিলমোহর পড়তে চলেছে। 

Read more Photos on
click me!

Recommended Stories