আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
210
আকাশ আংশিক মেঘলা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় (৩ জুলাই সকাল থেকে ৪ জুলাই সকাল পর্যন্ত) কলকাতা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এক থেকে দুই দফা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
310
বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩১.৯°C এবং ২৬.৬°C রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২২.৪ মিমি। এদিকে উত্তরবঙ্গ ও সিকিমের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। হাওয়া অফিস সূত্রে খবর, সিকিম ও সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার) হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল থাকবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা।
510
বঙ্গোপসাগরের নিম্নচাপ
বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক কানপুর প্রয়াগ রাজের পর ঝাড়খন্ড ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
610
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
710
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
810
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা
শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
910
সপ্তাহান্তে কমবে বৃষ্টি
রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
1010
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।