'তৃণমূলে কোনওদিন ছিলাম না, সব সময় বিজেপির সঙ্গেই থাকব', ফের বিস্ফোরক মুকুল রায়

বুধবার গেরুয়া জ্যাকেট পড়ে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সঙ্গে থাকার কথাই বলেছেন তিনি।

Web Desk - ANB | Published : Apr 19, 2023 12:15 PM IST

মুকুল রায়কে ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। সোমবারে আচমকা তাঁর দিল্লি যাত্রাকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। মুকুল-পুত্রের দাবি তাঁর বাবা অসুস্থ। তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মুকুলের বক্তব্য তিনি যা করছেন স্বজ্ঞানেই করছেন। এরইমধ্যে বুধবার গেরুয়া জ্যাকেট পড়ে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সঙ্গে থাকার কথাই বলেছেন তিনি। মুকুল রায় স্পষ্ট জানিয়েছেন,'তৃণমূলে কোনওদিন ছিলাম না, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নউ ওঠে না।' এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি আরও বলেন,'আমি সবসময় বিজেপির সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে তাই করব।'

 

Latest Videos

 

অন্যদিকে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা পরিষ্কার জানান,'উনি তো বিজেপির বিধায়ক। ওঁর ছেলে শুনেছি মিসিং ডায়েরি করেছে। প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন, তিনি ভাল আছেন কি না তার খোঁজ নেওয়া।' পাশাপাশি মমতাকে প্রশ্ন করা হয় গোটা ঘটনার নেপথ্যে বিজেপি বা কোনও এজেন্সির ভূমিকা নিয়ে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন,'ওঁর ছেলেই তো বলেছেন, বাবা মিসিং। দু'জন কোনও এজেন্সির মাধ্যমে তাঁকে নিয়ে গিয়েছেন। বিজেপি কি না আমি বলতে পারব না। হতে পারে তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল।' এখানেই শেষ নয় মুকুলের দিল্লি যাত্রা প্রসঙ্গে তিনি আরও বলেন,' এটা ছোট ব্যাপার। আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি না। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।'

প্রসঙ্গত, মঙ্গলবার মুকুলের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন শুভ্রাংশু। তাঁর কথায়,'পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে কথা হয়েছে এখনও অবধি দু'বার কথা হয়েছে। আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম সাংবাদিকদের তিনি বলেছেন আমাকে জানিয়ে দিল্লি আসার কথা। এটা কি ঠিক? বাবা জানিয়েছেন যে তিনি আমাকে বা পরিবারের কাউকে জানিয়ে দিল্লি আসেননি। আমি জানতে চেয়েছি তুমি যেটা করছ, সেটা সজ্ঞানে করছ তো? জবাবে বাবা বলেন হ্যাঁ।' পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও মুখ খোলেন তিনি। শুভ্রাংশু বলেন,'বাবা দিল্লি গিয়ে সিপিএমকে বাংলা থেকে সরানোর কথা বলেছেন। দিল্লিত সাংসদ-বিধায়ক হিসেবে দিল্লি এসেছেন বলে জানিয়েছেন। আমি আপনাদের মেডিক্যাল রিপোর্ট দেখিয়েছি। আপনারা খতিয়ে দেখতে পারেন। বাবা কবে ফিরবেন জানাননি। আমি জানতেও চাইনি।'

আরও পড়ুন -

'উনি তো বিজেপির বিধায়ক, ছোট ব্যাপার, বিশেষ গুরুত্ব দিচ্ছি না', মুকুল রায়কে নিয়ে স্পষ্ট জবাব মমতার

'বাবা কেমন আছেন সেটাই জানতে পারছি না', বুধবার মুকুলের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ছেলে শুভ্রাংশুর

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জারি হল ১৩টি কোভিড গাইডলাইন

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today