'ওঁরা আগে ব্যাপ-বেটায় ঠিক করুক কে ঠিক বলছেন', মুকুল রায় ইস্যুতে কড়া জবাব দিলীপ ঘোষের

মুকুল রায়ের জন্য দলের ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করলেন তিনি। পাশাপাশি মানুষের এই মুহূর্তে কার কথা বিশ্বাস করা উচিত সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুকুল রহস্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে শুভ্রাংশু রায়ের অভিযোগ তাঁকে না জানিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাঁর বাবাকে। অন্যদিকে সংবাদমাধ্যমের সামনে মুকুলের দাবি, যা করছেন তিনি স্বজ্ঞানেই করছেন। মঙ্গলবার রাতেই তিনি জানিয়েছেন শরীর সুস্থ থাকায় এবার অমিত শাহজি, নড্ডাজির সঙ্গে কথা বলবেন তিনি। অন্যদিকে ছেলে শুভ্রাংশুর দাবি মুকুল রায় পুরোপুরি সুস্থ নন। তবে মুকুল রায়ের এই আচমকা দিল্লি যাত্রা বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। মুকুল রায়ের জন্য দলের ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করলেন তিনি। পাশাপাশি মানুষের এই মুহূর্তে কার কথা বিশ্বাস করা উচিত সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বৃহস্পতিবার মুকুল ইস্যুতে দিলীপ ঘোষ বলেন,'ওঁরা আগে ব্যাপ-বেটায় ঠিক করে নিক কে ঠিক বলছেন। তৃণমূলে গেলে অনেকেরই অক্সিজেন কমে, কারও সোডিয়াম, পটাশিয়াম, কারও হাইড্রোজেন কমে যায়। আর কার কী কমছে সেটা ডাক্তার বলতে পারবে।' তিনি আরও বলেন,'বিজেপিতে আসার পর তাঁকে সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু সর্বভারতীয় নেতৃত্বকে উনি যেভাবে ধোকা দিয়েছেন, আমাদের কর্মীদের মনোবলকে যে ভাবে ভেঙে দিলেন তাতে আমাদেরও ক্ষতি হয়েছে। বাংলার রাজনীতিরও ক্ষতি হয়েছে। ওঁ কী বলছে তাতে কী আসে যায়? ওঁর না ছেলের, কার কথা মানব আমরা?'

Latest Videos

বুধবার গেরুয়া জ্যাকেট পড়ে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সঙ্গে থাকার কথাই বলেছেন তিনি। মুকুল রায় স্পষ্ট জানিয়েছেন,'তৃণমূলে কোনওদিন ছিলাম না, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নউ ওঠে না।' এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি আরও বলেন,'আমি সবসময় বিজেপির সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে তাই করব।'

অন্যদিকে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা পরিষ্কার জানান,'উনি তো বিজেপির বিধায়ক। ওঁর ছেলে শুনেছি মিসিং ডায়েরি করেছে। প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন, তিনি ভাল আছেন কি না তার খোঁজ নেওয়া।' পাশাপাশি মমতাকে প্রশ্ন করা হয় গোটা ঘটনার নেপথ্যে বিজেপি বা কোনও এজেন্সির ভূমিকা নিয়ে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন,'ওঁর ছেলেই তো বলেছেন, বাবা মিসিং। দু'জন কোনও এজেন্সির মাধ্যমে তাঁকে নিয়ে গিয়েছেন। বিজেপি কি না আমি বলতে পারব না। হতে পারে তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল।' এখানেই শেষ নয় মুকুলের দিল্লি যাত্রা প্রসঙ্গে তিনি আরও বলেন,' এটা ছোট ব্যাপার। আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি না। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন - 

'তৃণমূলে কোনওদিন ছিলাম না, সব সময় বিজেপির সঙ্গেই থাকব', ফের বিস্ফোরক মুকুল রায়

'বাবা কেমন আছেন সেটাই জানতে পারছি না', বুধবার মুকুলের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ছেলে শুভ্রাংশুর

'উনি তো বিজেপির বিধায়ক, ছোট ব্যাপার, বিশেষ গুরুত্ব দিচ্ছি না', মুকুল রায়কে নিয়ে স্পষ্ট জবাব মমতার

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul