Malda: পরপর তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা, কাছে যেতেই চক্ষু ছানাবড়া স্থানীয়দের!

Published : Jul 20, 2025, 12:44 PM IST
crime news

সংক্ষিপ্ত

West Bengal News: রাতের অন্ধকারে গ্রামে এসে চাষের জমি, আম বাগানে বোমা মজুত রাখার অভিযো। ঘটনার খবর চাউর হতেই শুরু ব্যাপক রাজনৈতিক তরজা। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Malda News:  তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল বাংলা বিহার সীমান্তবর্তী গ্রাম। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার পাঁচটি বোমা। অভিযোগ, ফাঁকা জমিতে আরও বোমা মজুত থাকার আশঙ্কা। রাতের অন্ধকারে বোমা বাঁধছে দুষ্কৃতিরা অভিযোগ এলাকাবাসীর। নির্বাচনের আগে বারুদের স্তুপ করতে চাইছে তৃণমূল অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপিকে নিশানা শাসক তৃণমূলের।

সূত্রের খবর, বাংলা-বিহার সীমান্তবর্তী গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। তারপরেই বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার আরও পাঁচটি বোমা। বিহার থেকে দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে বোমা বাঁধছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, ঘটনায় আরও বোমা মজুত থাকার আশঙ্কা স্থানীয়দের। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোম মজুত রাখার অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, বিহার থেকে দুষ্কৃতীদের আনছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের কুশল গ্রামে শনিবার এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় একটি আম বাগানের পাশে জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাস করছিল অনেকেই।

বিস্ফোরণের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণস্থলে পাওয়া যায় আরও পাঁচটি বোমা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে  আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফিতে দিয়ে ঘিরে রাখা হয় এলাকা। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। এলাকার মানুষের আশঙ্কা চারিদিকে ফাঁকা জমি। আরও অনেক বোম মজুদ থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, পাশেই বিহার। এখানকার মদের ঠেকে বিহারের মানুষের আনাগোনা অবাধ। তার মধ্যে আসছে দুষ্কৃতীরা। মদ্যপান করে রাতের অন্ধকারে ফাঁকা এলাকায় তারা বোম বাঁধছে। সমগ্র ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তুপে পরিণত করতে চাইছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদহকে অশান্ত করার জন্য।

প্রসঙ্গত, চলতি বছরে জেলার একাধিক অপরাধমূলক কাজকর্মে বিহার যোগ পাওয়া গিয়েছে। তা খুনের ঘটনা হোক কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই আবহে বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামের এই ঘটনায় বিহার যোগের সম্ভাবনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান