কমেছে সর্ষের তেলের দাম! জলের দামে বিক্রি হচ্ছে এই তেল, এখনই কিনে না রাখলে লস
দিনে দিনে আকাশছোঁয়া হয়েছে সর্ষের তেলের দাম। করোনার সময়ে প্রায় ২০০ টাকা লিটার হয়েছিল সর্ষের তেল। মারাত্মক সমস্যার মুখে পড়েছিলেন ক্ষুদ্র ব্যাবসায়ীরা ও সাধারণ মানুষ। তবে এবার বেশ অনেকটাই কমেছে সর্ষের তেলের দাম।
উত্তরপ্রদেশে বেশ অনেকটাই কমেচে সর্ষের তেলের দাম। ফলে সমস্ত দেশেই এর প্রভাব পড়েছে। উত্তরপ্রদেশে ১৪৫ টাকা লিটার হয়েছে তেলের দাম। প্রতাপড়ে তেলের দাম হয়েছে ১৪২ টাকা। আগ্রাতে সর্ষের তেলের দাম হয়েছে ১৪৪ টাকা।
পশ্চিমবঙ্গেও বেশ খানিকটা কমেছে তেলের দাম। বঙ্গে লুজ বা খোলা সর্ষের তেলের দাম হয়েছে। ১৩০ -১৩৫ টাকা লিটার। আজমগড়ে সর্ষের তেলের দাম হয়েছে ১৪২ টাকা এ ছাড়াও বেশ কিছু জায়গায় তেলের দাম হয়েছে ১৪৭ টাকা প্রতি লিটার।
তাই দেরি না করে বেশ খানিকটা কিনে রাখুন সর্ষের তেল। কারণ এরপর উৎসবের মরশুমে ফের বেড়ে যেতে পারে সর্ষের তেলের দাম।