ছুটি বাড়ছে বাংলার সরকারি কর্মীদের? বিজ্ঞপ্তি নবান্নের! কারা পাবেন এই সুবিধা?

Published : Nov 26, 2025, 09:51 AM IST

বাংলার সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। জানা গিয়েছে এবার ছুটির মেয়াদ বাড়াতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। কারা পাবেন এই সুবিধা?

PREV
18

দীর্ঘদিন ধরে ডিএ মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এসেছে এক নতুন সুখবর।

28

বাংলার সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে!রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। কারা পাবেন এই সুবিধা?

38

কোন ছুটির মেয়াদ বাড়ল?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিভ ট্র্যাভেল কনসেশন (LTC)-এর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আগে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ অক্টোবর।

48

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত। একইসঙ্গে হোম ট্র্যাভেল কনসেশন (HTC)-এর মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীরা এখন এই দুটি সুবিধা ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিতে পারবেন।

58

সরকারি কর্মীদের স্বস্তি

প্রতি তিন বছর অন্তর একবার সরকারি কর্মচারীরা এই সুবিধা পান। তবে অনেক সময় ব্যক্তিগত কারণে অনেকে নির্ধারিত সময়সীমার মধ্যে ছুটি নিয়ে উঠতে পারেন না।

68

তাঁদের জন্যই এবার অতিরিক্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে। এর ফলে যারা এখনও পর্যন্ত ছুটির সুযোগ পাননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা ব্যবহার করতে পারবেন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়েছে।

78

ছুটির নিয়ম কী বলছে?

নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীরা LTC অর্থাৎ লিভ ট্র্যাভেল কনসেশন দশ বছরে একবার পান। অন্যদিকে HTC বা হোম ট্র্যাভেল কনসেশন পাঁচ বছরে একবার মঞ্জুর হয়। তবে এবারের বাড়তি সময়সীমা শুধুমাত্র চলতি মেয়াদের জন্য কার্যকর থাকবে। ভবিষ্যতের ছুটি বা নতুন চক্রে এর কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ কর্মীরা নিয়ম অনুযায়ী নতুন ছুটির আবেদন জানাতে পারবেন।

88

বাড়তি সময়ের তাৎপর্য

বলা হয়েছে, অনেক কর্মীই ছুটির সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেননি। কাজের চাপ বা ব্যক্তিগত কারণে অনেকে ছুটি নিতে পারেননি। তাঁদের কথা ভেবেই রাজ্য সরকার এবার এক বছরের বাড়তি সময় দিল। তবে এই বাড়তি সময় শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য।

Read more Photos on
click me!

Recommended Stories