SIR-এর জন্য এবার কি পারিশ্রমিক পাবেন BLO-রা? রাজ্য ৬১ কোটি টাকা ছেড়েছে

Published : Dec 08, 2025, 07:19 PM IST

বিএলওদের পারিশ্রমিকের জন্য গত সপ্তাহেই টাকা চেয়ে নবান্নকে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রের খবর, সোমবার BLO-দের জন্য বরাদ্দ ৬১ কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার। 

PREV
15
BLO-দের টাকা

রাজ্য সরকার টাকা না পাঠানোয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে যুক্ত BLO-দের টাকা দিতে পারছে না নির্বাচন কমিশন। গত সপ্তাহেই টাকা চেয়ে নবান্নকে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রের খবর, সোমবার BLO-দের জন্য বরাদ্দ ৬১ কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার।

25
কমিশনের খবর

নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্য সরকারের ছাড়া টাকা এসআইআর-এর কাজে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন সূত্রের খবর প্রথম পর্বেই এসআইআর-এর সঙ্গে যুক্ত ৯৫ হাজার BLO-এর মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।

35
বকেটা টাকার পরিমাণ

গত সপ্তাহেই নির্বাচন কমিশন জানিয়েছিল BLO-এর পারিশ্রমিক দেওয়ার জন্য রাজ্যের তেকে ৭০ কোটি টাকা পায় তারা। রাজ্যের অর্থ দফতর সেই টাকা আটকে রাখায় BLO-দের পারিশ্রমিক দিতে সমস্যা হচ্ছে।

45
BLO-দের টাকা

বিশেষ ভাতা-সহ তাঁরা মোট ১৪ হাজার টাকা পাবেন। বিএলও সুপারভাইজ়ারদের পাওয়ার কথা ১৮ হাজার টাকা। প্রায় ৮১ হাজার বিএলও কাজ করছেন। অভিযোগ, কমিশন বরাদ্দ অনুমোদনের পরেও তাঁদের টাকা দেওয়া যায়নি। এবার বিএলআর-দের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

55
বিএলআর-দের অভিযোগ

বিএলওদের একাংশের অভিযোগ, এসআইআরের সময়ে ভোটারদের তথ্য পূরণ করতে হচ্ছে। এর জন্য তাঁদের মোবাইলের ডেটা খরচ হচ্ছে। অনেক বিএলও-র অভিযোগ, তাঁদের কাছে স্মার্ট ফোন ছিল না। এই কাজের জন্য তাঁদের স্মার্ট ফোন কিনতে হয়েছে। সেই সব কথা ভেবে কমিশনের তরফে আরও ছ’হাজার টাকা পারিশ্রমিক দেবে বলে জানায়। প্রায় ৮১ হাজার বিএলও কাজ করছেন। অভিযোগ, এখনও বিএলও-রা তাঁদের পারিশ্রমিক হাতে পাননি। যা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories