দ্বিতীয়াতেই রাজ্যের পড়ুয়াদের বড় প্রাপ্তি, ট্যাব কিনতে হাজার হাজার টাকা পুজোর মুখেই ঢুকবে অ্যাকাউন্টে

দেবী পক্ষের সূচনাতেই রাজ্যের পড়ুয়াদের জন্য সুখব। ট্যাব কিনতে আজ থেকেই টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

 

Saborni Mitra | Published : Oct 4, 2024 2:29 PM
110
টাকা দেবে সরকার

দুর্গা পুজোর দ্বিতীয়াতেই রাজ্যের পড়ুয়াদের জন্য সখবর। ট্যাব কিনতে টাকা দিচ্ছে নবান্ন।

210
দ্বিতীয়াতে টাকা

নবান্নের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ট্যাবলেট কেনার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার চাকা করে ঢুকবে।

310
নবান্নের ঘোষণা

নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া হবে।

410
কতজনকে টাকা

নবান্নের ঘোষণা অনুযায়ী ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

510
রাজ্যের খবর

রাজ্যের পড়ুয়াদের ট্যাবলেট কেনার টাকা দিয়ে রাজ্যের খরচ হবে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা। ইতিমধ্যেই তা বরাদ্দ করা হয়েছে।

610
আগেই টাকা দেওয়ার কথা

নবান্ন সূত্রের খবর আগেই টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। সেপ্টেম্বরেই রাজ্য সরকারের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই তা স্থগিত রাখা হয়েছিল।

710
তরুণের স্বপ্ন

রাজ্য সরকারের এই প্রকল্পের নাম তরুণের প্রকল্প। আগে শুধুমাত্র ১২ শ্রেণির পড়ুয়াদের এই টাকা দেওয়া হত। কিন্তু এই বছর থেকে ১১ ও ১২ শ্রেণির পড়ুয়াদের এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা।

810
সরকারি স্কুলের জন্য প্রকল্প

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায়। পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়।

910
আগে পিছিয়ে আসার কারণ

সেপ্টেম্বরে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়নি। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছিল টাকা দেওয়া বাতিল হচ্ছে। কেন এই সিদ্ধান্ত তার কোনও কারণ জানান হয়নি। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও কারণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে।

1010
২০২১ সালে প্রকল্প চালু

২০১২ সালে করোনাকালে যখন রাজ্যের সব স্কুল বন্ধ ছিল, থতখন বাড়িতে বসেই পড়াশুনা করা হত। সেই সময়ই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়ার প্রকল্প চালু করেন। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প চালু হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos