
Nadia News: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই চরমে ভারত-পাক সঙ্ঘাত। সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি। সংঘাত পাল্টা সংঘাতে একেবারে রণংদেহী অবস্থা। আর এই আবহে প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এবার বাংলাদেশ ও পাকিস্তানের নাম করে হুমকির চিঠি ভারতীয় বিএসএফ-এ কর্মরত এক সেনা জওয়ানের বাড়িতে। আতঙ্কে সেনা জওয়ানের পরিবার। কে বা কারা কোন উদ্দেশে এই চিঠি পাঠিয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক BSF জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া জেলার শান্তিপুর এলাকায়। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক BSF জওয়ানের বাড়ির উঠানে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই BSF জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই BSF জওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিলো পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো।
আর এই চিঠি দেখার পরই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী ও পরিবারের লোকেরা। ওই BSF জওয়ানের বাবা মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাটে রয়েছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে এক থাকায় এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর। বলেন, ''দেশজুড়ে ভারতবিরোধী শক্তি সক্রিয় হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিবার নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।'' এদিকে ভারত-পাক উত্তেজনার মধ্যে কে বা কারা এই কাজ করল তা জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, সংঘর্ষ-বিরতি (India-Pakistan De-Escalation) ঘোষণার পরেও সীমান্তে গুলি পাকিস্তানি সেনার (Pakistan Army)। শনিবার জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজ (Md Imteyaz) প্রাণ হারিয়েছেন। বিএসএফ-এর পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘ডিজি বিএসএফ এবং সকল র্যাঙ্ক ১০ মে ২০২৫ তারিখে জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সীমান্ত-পারের গুলিতে জাতির সেবায় বিএসএফ সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজের সর্বোচ্চ ত্যাগকে স্যালুট জানায়। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রবিবার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার জম্মু, পালৌরাতে সম্পূর্ণ সম্মানের সঙ্গে এই সাব-ইন্সপেক্টরকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
সংঘর্ষ-বিরতি (India-Pakistan De-Escalation) ঘোষণার পরেও সীমান্তে গুলি পাকিস্তানি সেনার (Pakistan Army)। শনিবার জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজ (Md Imtiaz) প্রাণ হারিয়েছেন। বিএসএফ-এর পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘ডিজি বিএসএফ এবং সকল র্যাঙ্ক ১০ মে ২০২৫ তারিখে জম্মুর আর এস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সীমান্ত-পারের গুলিতে জাতির সেবায় বিএসএফ সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতেয়াজের সর্বোচ্চ ত্যাগকে স্যালুট জানায়। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রবিবার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার জম্মু, পালৌরাতে সম্পূর্ণ সম্মানের সঙ্গে এই সাব-ইন্সপেক্টরকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।