
Migrant Workers Death News: সংবাদ শিরোনামে ফের ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার খবর। এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে স্থানীয়দের মারে মৃত্যু হল বাঙালি পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া বাংলার নদীয়া জেলার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা রাজু তালুকদার (৩৭) ও তার ভাই সহ বেশ কিছু পরিযায়ী শ্রমিক বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল।
জানা গিয়েছে, ওই এলাকতেই কাজ করত স্থানীয় বেশকিছু শ্রমিক। গত ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয়। অভিযোগ সেই ঘটনায়, বাঙালি শ্রমিকদের চোর সন্দেহ করে, তাদের উপর চড়াও হয় তারা। মারধর করা হয় বাঙালি শ্রমিকদের। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে।
এরপর আহত ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গেলে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিল রাজু তালুকদার। এরপর কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়িতে নিয়ে আসার সময় স্টেশনে নামার আগে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের এই মর্মান্তিক পরিণতির খবর বাড়িতে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে পৌঁছবে নিহত শ্রমিকের দেহ।
অন্যদিকে, কাজ হারিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় ফিরেছেন হাজার হাজার শ্রমিক। তাঁদের জন্যই রাজ্য সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme)। প্রতিমাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়াচ্ছে সরকার। তবে এই সুবিধা পেতে গেলে কঠোর নিয়ম মানা বাধ্যতামূলক। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প মূলত প্রকৃত পরিযায়ী শ্রমিকদের জন্য। তাই ভুয়ো আবেদনকারীদের রুখতেই বিশেষ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রম দপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রত্যেকটি আবেদন যাচাই করবেন।
আবেদনকারীর নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং পরিবারের তথ্য না মিললে আবেদন বাতিল করা হবে। এছাড়া অকার্যকর বা বন্ধ অ্যাকাউন্ট থাকলেও অর্থ দেওয়া হবে না। যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে বছরে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পাবেন। টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।