এসআইআর-ভোটার শুনানিতে ডাক, তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় বহু পরিবার

Published : Dec 27, 2025, 12:46 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal News: বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এসআইআর এর ভোটার শুনানিতে ডাক। তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত নদীয়ার পলাশী পাড়ার বাসিন্দারা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal News: SIR হেয়ারিংয়ে একই বুথের ৪৯১ জন ভোটারকে নোটিস, আতঙ্ক চাঁদেরঘাটে। নদিয়ার পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে SIR হিয়ারিংকে ঘিরে চরম উদ্বেগ। খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ওই বুথের মোট ১,১৭৬ জন ভোটারের মধ্যে ৪৯১ জনকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে।

কেন আতঙ্কিত ভোটাররা?

স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জন্মসূত্রে ওই এলাকার বাসিন্দা। আধার কার্ড, রেশন কার্ড, জমির দলিল-সহ সমস্ত বৈধ নথি তাদের কাছে রয়েছে। বহু ভোটারের ভোটার কার্ড ১৯৯৫ সাল বা তারও আগে তৈরি এবং ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। তবুও হিয়ারিংয়ের নোটিস পেয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এই নোটিস পেয়েছেন সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য তুহিন কুমার মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরাও। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তুহিন কুমার মণ্ডলের অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উদয় বিশ্বাস জানান, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই যাচাই চলছে এবং যাদের কাছে বৈধ নথি রয়েছে, তাদের কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না। একই বুথে বিপুল সংখ্যক নোটিস দেওয়ায় সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট বিএলও। গোটা বিষয়টি নিয়ে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজ। ডেডলাইনের পরও বেড়েছিল সংশোধন-কাজের সময়সীমা। আর এবার শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর-এর প্রথম পর্বের হেয়ারিংয়ের কাজ। 

এসআইআর-এর কাজের হেয়ারিংয়ে শনিবার ডাকা হবে সেই সমস্ত ভোটারদের। যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, শনিবার রাজ্যজুড়ে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন শুনানির প্রথম পর্বে ডাক পাবেন। ইতিমধ্যে শুনানির নোটিসও হাতে পেয়ে গিয়েছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুরীর মতই এবার দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজাদান, রইল মহাপ্রসাদ বিলির নিয়ম নীতি
বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর, একাধিক পদক্ষেপ নিল সরকার, জেনে নিন