লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই বাঁকুড়া আর বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুই কেন্দ্রে আবারও ভোট প্রচারে রবিবার যাচ্ছেন মমতা।
জলপাইগুড়ির পর এবার বাঁকুড়া। লোকসভা নির্বাচনের প্রচারে আবারও একই জেলা দুই শিবিরের দুই প্রধানের কর্মসূচি রয়েছে। রবিবার লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে বাঁকুড়া আসছেন নরেন্দ্র মোদী। এই দিনেই সেখানে প্রচারে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জেলার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রয়েছে উত্তেজনা।
লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই বাঁকুড়া আর বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুই কেন্দ্রে আবারও ভোট প্রচারে রবিবার যাচ্ছেন মমতা। শনিবারই তাঁর বাঁকুড়া যাওয়ার কথা রয়েছে। বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মমতা শনিবার বিষ্ণুপুর হাইস্কুল মাঠে সভা করবেন। রবিবার বিকেলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে লালবাজার থেকে কলেজ মোড় পর্যন্ত মিছিল করবেন।
ওই দিনই দুপুরে বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাঁকুড়ার ওন্দা নিকুঞ্জপুর হাইস্কুলের মাঠে নির্বাচনী সভা করবেন মোদী। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করবেন।
বাঁকুড়ায় একই দিনে মোদী ও মমতার সভা ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে দুই রাজনৈতিক শিবিরে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এর আগে মোদী বাঁকুড়ায় এলেও বিষ্ণুপের এই প্রথম আসছেন। তাই বিজেপির স্থানীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শিবিরে দাবি মমতার সভায় প্রচুর লোক হবে। দুই আসনেই তৃণমূল প্রার্থীরা জয় লাভ করবে।