শাহজাহানের আরও ১৪ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করল ইডি, রয়েছে ৫৫টি স্থাবর সম্পত্তি

Published : May 17, 2024, 09:43 PM ISTUpdated : May 17, 2024, 09:52 PM IST
Sheikh Shahjahan

সংক্ষিপ্ত

শাহজাহান শেখের আরও সম্পত্তি উদ্ধার। ইডির সোশ্যাল মিডিয়ার বার্তা অনুযায়ী সংস্থার কর্মকর্তারা ১৭ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করেছে। 

সন্দেশখালি শাহজাহান সেখের আরও সম্পত্তি আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির কলকাতা শাখা অফিসের সোশ্যাল মিডিয়ায় বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকাও দিয়েছে। সেই সূত্র ধরেই বলা যেতে পারে সন্দেশখালি শাহাজাহানের কাছ থেকে এখনও পর্যন্ত ১৪ কোটি টাকার সম্পত্তি আটক করেছে ইডি। সূত্রের খবর শাহজাহানের বিরুদ্ধে জমি দখল মামলায় এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে।

ইডির সোশ্যাল মিডিয়ার বার্তা অনুযায়ী সংস্থার কর্মকর্তারা ১৭ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করেছে। একই সঙ্গে ৫৫টি স্থাবর সম্পত্তি আটক করা হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা।

 

 

৫ বছরে কতটা বাড়ল নরেন্দ্র মোদীর সম্পদ? গাড়ি-বাড়ি না থাকলেও কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী

ইডি সূত্রের খবর শাহজাহানের পাশাপাশি তার সাগরেদ শেখ আলমগির, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, আব্দুল আলিম মোল্লা, শিবপ্রসাদ হাজরার স্থাবর ও অস্থাবর সম্পত্তিও আটক করেছে। ইডি জানিয়েছে তারা ৩৮.৯০ বিঘাজমি আটক করেছে, যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। এর আগে মার্চের গোড়ায় ইডি শাহাজাহান ও তাঁর সঙ্গে সম্পর্কিত ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করেছে। তারপর এবার মে মাসে দ্বিতীয় দফায় আবার তদন্তকারীরা শাহজাহানের সম্পত্তি আটক করল। যদিও এর আগেই ইডি জানিয়েছিল, শাহাজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় প্রসিড অব ক্রাইম হিসেবে ২৬০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছে। প্রসিড অব ক্রাইম হল দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ বা সম্পদ।

'কংগ্রেস এলেই রাম মন্দির দিয়ে বুলডোজার চলবে', উত্তর প্রদেশে ভোট প্রচারে বড় আশঙ্কা নরেন্দ্র মোদীর

সন্দেশখালিকাণ্ডের মূল পাণ্ডা শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময়ই শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের ওপর হামলাচালায়। তারপর থেকেই ফেরার ছিল শাহজাহান। এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনায় উঠে আসে সন্দেশখালি। দীর্ঘদিন পরে শাহজাহান পুলিশের জালে পড়ে। কিন্তু ততদিন শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন অপরহণে, বেআইনিভাবে জমি দখলের অভিযোগও তোলে স্থানীয় মহিলারা।

'অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলা করুন', কমিশনে মমতা সম্পর্কে নোংরা কথা বলার সাজা চাইল তৃণমূল

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর