সংক্ষিপ্ত
রাজ্যপালের বিরুদ্ধে তোপদেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন,'আমাকে রাজভবনে ডাকলেও আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না।'
আর কোনও দিন রাজভবনে যাবেন না। রাজ্যপালের পাশ বসাও পাপ! রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে রীতিমত বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। ডানলপের নির্বাচনী জনসভা থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রীতিমত একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'প্রথমে আপনি পদত্যাগ করুন। আপনি কে মহিলাদের ওপর অত্যাচার করার? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? কপিটা আমার কাছে আছে। এখনও সব তো বেরয়নি। আরেকটা ভিডিও আমি পেলাম। পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি।'
রাজ্যপালের বিরুদ্ধে তোপদেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন,'আমাকে রাজভবনে ডাকলেও আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না। আমাকে রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের সঙ্গে কথা হতে হলে আমাকে রাস্তায় ডাকলে , আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু এই কীর্তি কেলেঙ্কারির পর আপানর পাশে বসাটাও পাপ।'
Weather Update: আবারও কি শুরু হবে তাপপ্রবাহ? রাজ্যে বৃষ্টি নিয়ে বড় খরব মৌসম ভবনের
এর আগে রায়নার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করেছেন। তিনি বলেছে, 'সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলেছেন?আর আপনি কী করছেন? একটা ছোট মেয়ে রাজভবনে পিবিএক্স - চাকরি করত! তার সঙ্গে কী ব্যবহার করেছেন? আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসেছে। আমি কোনও দিনও কোনও কথা বলিনি। কিন্তু কালকের মেয়েটির কান্না আমার মনে কষ্ট দিয়েছে।'
কোটিপতি শুভেন্দুর ভাই সৌমেন্দুর হাতে রয়েছে মাত্র ৩০ হাজার, মাথার ওপর দেনা লক্ষাধিক টাকার
বৃহস্পতিবার সন্ধ্য়ায় স্থানীয় হেয়ারস্ট্রিট থানার দ্বারস্থ হন এক মহিলা। তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসেবে দাবি করেছেন। সেখানে গিয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলপাড় হয়েছে রাজ্যরাজনীতি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানিরর অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ!