কোটিপতি শুভেন্দুর ভাই সৌমেন্দুর হাতে রয়েছে মাত্র ৩০ হাজার, মাথার ওপর দেনা লক্ষাধিক টাকার

Published : May 11, 2024, 08:28 PM IST
Know the net worth of Kanthi BJP candidate Soumendu Adhikari bsm

সংক্ষিপ্ত

নির্বাচনী হলফনামা অনুযায়ী সৌমেন্দু অধিকারীর হাতে নগদের পরিমাণ যৎসামান্য। হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ৩০ হাজার টাকা। 

কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ। তারপরই চলতি লোকসভা নির্বাচনের আগেই দল বদল করে বিজেপিতে যোগ দেন সৌমেন্দু অধিকারী। সম্প্রতি নির্বাচনের জন্য মনোয়নয়পত্র দাখিল করেছেন তিনি। নির্বাচনী হলফনামা অনুযায়ী সৌমেন্দু অধিকারী কোটি কোটি টাকার সম্পত্তির মালিক।

নির্বাচনী হলফনামা অনুযায়ী সৌমেন্দু অধিকারীর হাতে নগদের পরিমাণ যৎসামান্য। হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ৩০ হাজার টাকা। নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫ হাজার টাকা। একাধিক বিনিয়োগ রয়েছে। ফ্ল্যাট , গাড়ি , জমিজমি সবই রয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮ লক্ষ ৯৯৩ টাকা। স্থাবর আর অস্থাবর সম্পত্তির মোট পরিমামে আড়াই কোটি টাকারও বেশি। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ১৪টি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার টাকা।

লাখপতি CPIM প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দাম ১০ লক্ষ টাকা, অনেকটা পিছিয়ে অভিজিৎ-দেবাংশুর থেকে

ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ লক্ষ ৮২ হাজার ৭৮৪ হাজার। মিউচুয়াল ফান্ড ও জীবনবিমায় তাঁর বিনিয়োগ ৪৮ লক্ষ ১৫ হাজার ১৬০ টাকা। তাঁর কাছে ২০ গ্রাম সোনা রয়েছে। সৌমেন্দুর তিনটি গাড়ি রয়েছে।

কোটিপতি CPIM-এর সৃজন ভট্টাচার্যের নেই গাড়ি, যাদবপুরের TMC প্রার্থী সায়নী ঘোষের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেনা

বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৩ লক্ষ টাকা। তাঁর চাযের জমি রয়েছে। দুটি ফ্ল্যাট রয়েছে। যা একটি কলকাতায়। একটি বাসযোগ্য জমি ও বিল্ডিং রয়েছে। সৌমেন্দু আরও জানিয়েছেন নির্বাচনী হলফনামায়, যে জমিজমা যা রয়েছে তার অধিকাংশই তিনি উপহার হিসেবে পেয়েছেন। তাঁর একটি গাড়ির ঋণ রয়েছে, দেনার পরিমাণ ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকা। হত অর্থবর্ষে তাঁর আয় ছিল ১১ লক্ষ ২০২৯ টাকা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে ফুলেফেঁপে উঠেছেন, নগদ থেকে স্থাবর সম্পত্তি বেড়েছে কয়েক গুণ

 

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান