পুজোর মধ্যেও বঙ্গে মোদী-শাহ! মহালয়ার আগে-পরে রাজ্য সফরে বিজেপির শীর্ষ নেতা

Published : Aug 24, 2025, 08:11 PM IST

পুজোতেও ভোট প্রচার বিজেপির! মহালয়ার আগে ও পরে এই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। রইল দুই নেতার বঙ্গ সফরের সূচি। 

PREV
15
বঙ্গে মোদী-শাহ

লক্ষ্য় ২০২৬ সালের নির্বাচন। আর সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছ দিয়েছে বঙ্গ বিজেপি। তাই বলে পুজোর মধ্যেও! যা নিয়ে রাজ্য বিজেপিতে জল্পনা তুঙ্গে। পুজোর মুখেই বঙ্গ সফরে নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিজেপি দুই শীর্ষস্থানীয় নেতার বঙ্গ সফর ঘিরে জল্পনা তুঙ্গে।

25
মোদীর বঙ্গ সফর

শুক্রবার ২২ অগস্টই বঙ্গ সফরে এসেছিলেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচির সঙ্গে ছিল তাঁর দলীয় কর্মসূচিও। দমদম দলের নেতা কর্মীদের সভা ছিল। কিন্তু এই ঘটনার এক মাসের মধ্যেই ফের বঙ্গ সফরে আসছেন মোদী। এবার তাঁর গন্তব্য নবদ্বীপ। ২০ সেপ্টেম্বর নবদ্বীপে জনসভা হতে পারে নরেন্দ্র মোদী।

35
২২ সেপ্টেম্বর অমিত শাহের সফর

মোদীর বঙ্গ সফরের পরের দিনই মহালয়া। অর্থাৎ দেবীপক্ষের সূচনা। আর ঠিক তার পরের দিনই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। মহালয়ার আগের দিন মোদী আর পরের দিন অমিত শাহ আসছেন বঙ্গ সফরে। ২২ সেপ্টেম্বর অমিত শাহ কলকাতার দুটি পুজোর উদ্বোধন করবেন। একটি পুজো বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজো। অন্যটি বিজেপির সাংস্কৃতিক শাখার পুজো। এটি সল্টলেকের ইজেডসিসিতে। রুদ্রনীল ঘোষ রয়েছেন পুজোর দায়িত্বে।

45
মোদীর সভা

নরেন্দ্র মোদীর সভা হবে নবদ্বীপে। এই রাজ্যে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগে ৩-৫টি করে লোকসভা কেন্দ্র রয়েছে। বিজেপি সূত্রের খবর চলতি বছরই ১০টি বিভাগেই যাবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে সেই সভা রয়েছে। বাকি রয়েছে ৭টি। তাই পুজোর মুখেও ভোট প্রচার করবেন নরেন্দ্র মোদী।

55
মহালয়ার আগে পরে সভা

এর আগেও দিন কয়েক ছাড়াছাড়া এই রাজ্যে এসেছেন মোদী-শাহ। কিন্তু তা বলে পুজোর মুখে মহালয়ার আগে পরে বিজেপির দুই জনপ্রিয় নেতার সভা হয়নি এই রাজ্যে। তাই রাজ্যবাসীর মধ্যেও মোদী-শাহের সভা নিয়ে বাড়তি তৎপরতা রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories