
Public Health Awareness: কিডনির চিকিৎসায় (Kidney Care) অগ্রণী সংস্থা নেফ্রোকেয়ার ইন্ডিয়া (NephroCare India) এবার স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নতুন উদ্যোগ নিল। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'সুস্থ চন্দননগর' (Shustho Chandannagar)। হুগলির গঙ্গা তীরবর্তী শহরের এই বাসিন্দাদের জন্যই শুধু নয়, আশেপাশের অন্য অঞ্চলগুলির বাসিন্দাদের জন্যও এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার হুগলির মানকুণ্ডুতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্যের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগের কথা জানানো হয়েছে। এই বিশেষ উদ্যোগে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যের কথা জানানো হয়েছে। এই উদ্যোগের আয়োজকরা জানিয়েছেন, চন্দননগরের বাসিন্দারা যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারেন, বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করাতে পারেন, ডায়েটের বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেতে পারেন, স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করতে পারেন, সেই লক্ষ্য নেওয়া হয়েছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে যা করা হচ্ছে সেগুলি হল-
মানকুণ্ড়ুতে এই অনুষ্ঠানে 'মুক্তি' নামে আরও এক বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে রোগীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির কথা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ড. প্রতিম সেনগুপ্ত। এই প্রখ্যাত চিকিৎসকই এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন, ‘আধুনিক ওষুধ শুধু রোগীদের নির্দিষ্ট অঙ্গের সমস্যা মেটানোর উপর জোর দেয় না, সারা শরীরের সুস্থতার উপর জোর দেয়। আমাদের সংস্থা সেই চেষ্টাই করছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।