"পোস্ট ডিলিট করে দিন" আরজিকর নিয়ে পোস্ট করে বিপাকে! মধ্য রাতে সাইবার ক্রাইম বিভাগের নোটিশ পেলেন নেটিজেনরা

"পোস্ট ডিলিট করে দিন" আরজিকর নিয়ে পোস্ট করে বিপাকে! মধ্য রাতে সাইবার ক্রাইম বিভাগের নোটিশ পেলেন নেটিজেনরা

"এক্ষুনি পোস্ট ডিলিট করে দিন, ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না। সেটা মেনে না চললে আইনের নির্দিষ্ট ধারার আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" রাত ১ টা ৩৭ মিনিট নাগাদ এমনই নোটিশ দিলেন সাইবার ক্রাইম বিভাগ।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তরফ থেকে এমনই নোটিশ পেলেন অনেকে। বৃহস্পতিবার রাত্রে এমনই নোটিশ পাঠান হল বেশ কয়েকজন নেটিজেনকে। এই নেটিজেনরা আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে নিয়ে নানান রকম পোস্ট শেয়ার করেছিলেন।

Latest Videos

এক্স-এ শেয়ার করা পোস্টের নিচেই অনেককে এই নোটিশ দেন কলকাতা পুলিশ।

এইসব পোস্টে কোথাও তরুণী চিকিৎসকের নাম তুলে ধরা হয়, আবার কোথাও বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়। এই সব পোস্টের বিরুদ্ধেই কড়া বার্তা পাঠায় কলকাতা পুলিশের সাইবার সেল।

তবে এই বিষয়ে সরব হয়েছে বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, "সাধারণ নাগরিকদের ভয় দেখানোর পরিবর্তে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে যদি মনোনিবেশ করত কলকাতা পুলিশ, তাহলে কাজে দিত। আপাতত অবশ্য সিবিআই তদন্ত করছে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে মমতা সরকার।

অন্যদিকে লেখক শেফালি বৈদ্য অভিযোগ করেছেন "আমার বাকস্বাধীনতার অধিকার প্রয়োগ করে স্রেফ কয়েকটি প্রশ্ন করার জন্য কলকাতা পুলিশের থেকে হুমকি দেওয়া চিঠি পেলাম। কলকাতা পুলিশের ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠস্বর যে দমিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটার প্রকৃষ্ট উদাহরণ এটা।"

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি