কুন্তল-সহ তিনজনের শাস্তির দাবি করল ছাত্রীর মা-বাবার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published : Sep 25, 2024, 02:01 PM IST
Kota suicide news

সংক্ষিপ্ত

হস্টেলেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক ডাক্তারি ছাত্রী। ঘটনাটি ২০২৩ সালের। আরজি কর কাণ্ডে মাথাচাড়া দিয়ে উঠেছে এই ঘটনা।

এবার থ্রেট কালচারের অভিযোগ এল কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ থেকে। যার জেরে হস্টেলেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক ডাক্তারি ছাত্রী। ঘটনাটি ২০২৩ সালের। আরজি কর কাণ্ডে মাথাচাড়া দিয়ে উঠেছে এই ঘটনা।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ইছলাবাদ থেকে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে পড়তে গিয়েছিল ছাত্রী। পরিবারের অভিযোগ, হস্টেলে ইনট্রো দেওয়ার নামে রাগিং করা হত। সেই ছাত্রী ২০২৩ সালের জুন মাসে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, তাঁর দেহ ময়নাতদন্তের পর দাহ করার সময়ও সিনিয়ররা ঘিরে রেখেছিল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তার পরিবার। জানা যায়, ঘটনার দিন এক সিনিয়র ছাত্রের সঙ্গে ঝামেলা হয়েছিল মেয়েটির। তাকে থ্রেট দেওয়া হয়েছিল। সেই ছাত্র বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কলেজে পড়াশোনার পরিবেশ একদম খারাপ। ও অনেকবার বলেছে, কলেজটা ভালো না, হস্টেলে পড়াশোনা হয় না। ইনট্রো এটাই ভালো না। কলেজ কর্তৃপক্ষের অনেক গাফিলতি আছে। মেডিক্যাল কলেজের পড়ুয়া আবার টুকলি করে পাশ করবে কি? ওঁরা তিনটি মেয়েকে গার্ড করে রাখল কেন? ওদের একজনকে আমার মেয়ে মেসেজ করেছিল। বলেছিল, সরি ফর মাই বিহেভিওর।

ছাত্রীর মা বলেন, আমরা একটা জিনিসই চাই.. ওই তিনটে মেয়ে এবং কুন্তল বলে ছেলেটার শাস্তি হোক। 

এপ্রসঙ্গে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নির্মলকুমার মণ্ডল বলেন. … ইনট্রো নামে যে বিষয়টা, সেটা শুনেছি। আমি ওর বাবাকে বলেছিলাম, আমাকে তো তখনই জানাতে পারতেন। কিন্তু, ওর বাবা তখন বলেছিলেন, আমার মেয়েই বারণ করেছিল। অর্থাৎ ভয়ে সে সময় কাউকেই কিছু জানাতে পারেননি ছাত্রী।

 

 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে