New Ration Rules: রেশন ব্যবস্থা নিয়ে আরও কড়া হচ্ছে রাজ্য, জারি হল নয়া বিজ্ঞপ্তি

Published : Apr 28, 2025, 03:09 PM IST

রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখতে নজরদারি জোরদার করছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন দোকান, ডিস্ট্রিবিউটর ও হোলসেলারদের নিয়মিত পরিদর্শন করবেন খাদ্য আধিকারিকরা।

PREV
113

রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে রাজ্য। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বহু প্রভাবশালীর।

213

তালিকায় আছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আছেন আরও অনেকে। এবার এই নিয়ে কড়া হল রাজ্য।

413

এবার থেকে রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার ও হোলসেলারদের কাছে পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিল সরকার।

513

জারি হওয়া নির্দেশে বলা হয়ে, রেশন অধিকর্তা ও জেলা খাদ্য নিয়ামককে মাসে অন্তত ২ টি রেশন দোকান ও ৩ মাসে একটি ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে।

613

আঞ্চলিক রেশনিং অফিসার ও মহকুমা খাদ্য নিয়ামককে এক মাসে মোটা ১০ জন রেশন ডিলারের কাছে যেতে হবে বলে জানানো হয়েছে।

713

রেশনিং অফিসার ও মহকুমা খাদ্য নিয়ামকরা ২ মাসে একজন করে ডিস্ট্রিবিউটরের কাছে যাবে।

813

চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টররের Rank-র অফিসারদের মাসে অন্তত পক্ষে ৮ জন ডিলার ও ১ জন ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে।

913

সপ্তাহে অন্তত ২ জন ডিলারের কাছে পরিদর্শনের যাওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

1013

শনি ও রবিরার সাধারণত রেশন দোকানগুলোতে ভিড় হয়। সেই কারণে ওই দুটি দিন তাদের ৪টি করে রেশন দোকান পরিদর্শনে যেতে বলা হয়েছে।

1113

সদ্য প্রকাশ্যে এসেছে এমনই বিজ্ঞপ্তি। এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে রেশন বন্টনকে কেন্দ্র করে।

1213

এবার আরও কড়া হচ্ছে সরকার। এবার থেকে রেশন দুর্নীতি রুখতে নেওয়া হবে নয়া পদক্ষেপ। যাবতীয় জটিলতা দূর করতে সতর্ক হব সরকার।

1313

অন্ন যোজনার অধীন রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে সরকার। এবার থেকে এই নিয়ম মেনে চলতে হবে সকলকে।

click me!

Recommended Stories