রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে রাজ্য। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বহু প্রভাবশালীর।
তালিকায় আছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আছেন আরও অনেকে। এবার এই নিয়ে কড়া হল রাজ্য।
রেশন বন্টন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আরও নজরদারি বাড়াচ্ছে সরকার।
এবার থেকে রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার ও হোলসেলারদের কাছে পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিল সরকার।
জারি হওয়া নির্দেশে বলা হয়ে, রেশন অধিকর্তা ও জেলা খাদ্য নিয়ামককে মাসে অন্তত ২ টি রেশন দোকান ও ৩ মাসে একটি ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে।
আঞ্চলিক রেশনিং অফিসার ও মহকুমা খাদ্য নিয়ামককে এক মাসে মোটা ১০ জন রেশন ডিলারের কাছে যেতে হবে বলে জানানো হয়েছে।
রেশনিং অফিসার ও মহকুমা খাদ্য নিয়ামকরা ২ মাসে একজন করে ডিস্ট্রিবিউটরের কাছে যাবে।
চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টররের Rank-র অফিসারদের মাসে অন্তত পক্ষে ৮ জন ডিলার ও ১ জন ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে।
সপ্তাহে অন্তত ২ জন ডিলারের কাছে পরিদর্শনের যাওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শনি ও রবিরার সাধারণত রেশন দোকানগুলোতে ভিড় হয়। সেই কারণে ওই দুটি দিন তাদের ৪টি করে রেশন দোকান পরিদর্শনে যেতে বলা হয়েছে।
সদ্য প্রকাশ্যে এসেছে এমনই বিজ্ঞপ্তি। এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে রেশন বন্টনকে কেন্দ্র করে।
এবার আরও কড়া হচ্ছে সরকার। এবার থেকে রেশন দুর্নীতি রুখতে নেওয়া হবে নয়া পদক্ষেপ। যাবতীয় জটিলতা দূর করতে সতর্ক হব সরকার।
অন্ন যোজনার অধীন রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে সরকার। এবার থেকে এই নিয়ম মেনে চলতে হবে সকলকে।
Sayanita Chakraborty