বউবাজার 'জট' কেটে জুড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রো? চোখের পলকেই এবার হাওড়া থেকে সেক্টর ফাইভ

Published : Apr 27, 2025, 11:11 PM ISTUpdated : Apr 27, 2025, 11:21 PM IST

East West Metro: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রীদের জন্য। বড় জট কেটে গেল বউবাজার মেট্রো এলাকায়। 

PREV
112
মেট্রো যাত্রীদের জন্য সুখবর

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রীদের জন্য। বড় জট কেটে গেল বউবাজার মেট্রো এলাকায়।

212
অফিস যাওয়া সহজ

ইস্ট - ওয়েস্ট মেট্রো জুড়ে গেলে হাওড়া থেকে সেক্টর ফাইভ যাওয়া আর কষ্টকর হবে না। চোখের পলকেই যাতায়াত করা যাবে।

312
জুড়ে যাচ্ছে গ্রিন লাইন

সূত্রের খবর খুব তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে গ্রিন লাইন মেট্রো। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টরফাইভ আপডাউন করা যাবে একযাত্রাতেই। বর্তমানে কাটা সার্ভিস চালু রয়েছে।

412
রবিবার বড় পরীক্ষা

রবিবার বউবাজার সুড়ঙ্গে সেফটি পরীক্ষা করা হয়। রেলওয়ে সেফটি কমিশনার ঘুরে দেখেন গোটা এলাকা।

512
খতিয়ে দেখা হয়

ভূ-গর্ভের নিরাপত্তা, বউবাজারের তলায় বারবার করে বিপর্যয় ঘটে যাওয়া অংশে কী অবস্থা হয়ে রয়েছে, কম্পনরোধী যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি পর্যাপ্ত কিনা, এই প্রতিটি বিষয়ই খতিয়ে দেখেন আধিকারিকরা।

612
যাচাইয়ে অংশগ্রহণকারীরা

রবিবার ওই অংশেই ২.৪ কিলোমিটার মেট্রো রুট পরিদর্শন করল কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই লাইন যাচাই পর্বে অংশগ্রহণ করেছিলেন কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিকরাও।

712
পরীক্ষার ফল

মেট্রো সূত্রের খবর এদিনের পরীক্ষায় শিয়ালদহ থেকে এলপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গে মেট্রো লাইনে কোনও সমস্যা পাওয়া যায়নি। অর্থাৎ বউবাজার এলাকা নিরাপদ।

812
জুড়বে বউবাজার রুট

মেট্রো কর্তাদের অনুমান আগামী কয়েক মাসেই শিয়ালদহ আর এসপ্ল্যানেড রুট জুড়ে যাবে। অর্থাৎ সরাসরি যাতায়াত করা যাবে গ্রিন লাইন মেট্রো দিয়ে।

912
বউবাজার কাঁটা

দীর্ঘ দিন ধরেই বউবাজার এলাকার মেট্রো নিয়ে সমস্যা হচ্ছিল। সুড়ঙ্গে ধসও নেমেছিল। আর সেই কারণেই ইস্ট ওয়েস্ট মেট্রোর এই এলাকা বন্ধ রেখেই কাটা সার্ভিস চালু করা হয়েছিল।

1012
২৫ মিনিটে সেক্টর ফাইভ

বউবাজার এলাকার অংশ জুড়ে গেলে অর্থাৎ পুরো পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে ১০ মিনিটেরও কম। আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সময় লগবে মাত্র ২৫ মিনিট।

1112
আরও কিছু পরীক্ষা বাকি

বউবাজার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে বলে কলকাতা মেট্রো সূত্রের খবর। তবে বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেক্ষেত্র গুলিতে ছাড়পত্র পাওয়ার পরই জুড়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো।

1212
কবে জুড়বে?

ইস্ট ওয়েস্ট মেট্রো কবে জুড়বে সেটাই এখন প্রশ্ন যাত্রীদের। কারণ এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেক্টরফাইভ-এর যাত্রীদের জন্য। মে মাসে এই রুট চালু হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

click me!

Recommended Stories