WBSSC SLST 2025: সঠিক সময় না পৌঁছালে বন্ধ হয়ে যাবে গেট, প্রকাশ্যে একগুচ্ছ নতুন নিয়ম

Published : Aug 14, 2025, 08:40 AM IST
Shahi Bhagatsingh PG University Peon marks exam papers

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে।

ফের খবরে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) নিয়ে প্রকাশ করল নয়া নির্দেশিকা। সঙ্গে প্রকাশ করল পরীক্ষাকেন্দ্রের তালিকা। নবম-দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। কমিশনের মতে, সমস্ত পরীক্ষার্থীকে এই নির্দেশিকা ভালোভাবে পড়ে প্রস্তুত হতে হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে সকাল ১১টার মধ্যে পৌঁছানো করা হয়েছে বাধ্যতামূলক। সকাল ১১.৪৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। দুপুর ১২টার পর কোনও ভাবেই অনুমতি দেওয়া হবে না। প্রশ্নপত্র বিতরণ হবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে। তবে, দুপুর ১২টার আগে উত্তর লেখা শুরু করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় নথি ও সামগ্রী নিয়ে প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি, বৈধ ফটো আইডি যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এবং কালো বা নীল বলপয়েন্ট পেন সঙ্গে আনতে হবে। OMR শিট পূরণের জন্য অন্য কোনও কলম বা পেন্সিল গ্রহণযোগ্য নয়।

পরীক্ষা কেন্দ্রে কোনও ধরনের ঘড়ি পরে যাওয়া যাবে না। ক্যালকুলেটর, লগ টেবিল, মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এগুলো পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।

পরীক্ষার নিয়মাবলী নিয়েও তথ্য প্রকাশ্যে এসেছে। পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও পরীক্ষার্থী হল ছাড়তে পারবেন না। দুপুর ১৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। দৃষ্টিশক্তি সংক্রান্ত পরীক্ষার্থীদের সময়সীমান দুপুর ১.৫০ পর্যন্ত। পরীক্ষা শেষ OMR শিট জমা দিতে হবে। প্রশ্নপত্র এবং OMR শিটের কার্পন কপি নিজের কাছে রাখতে পারেন।

এরই সঙ্গে জানানো হয়েছে সিসিটিভি নজরদারিতে থাকবে পরীক্ষাকেন্দ্র। নিজের কেন্দ্র সম্পর্ক আগে থেকে জেনে নিয়ে পরীক্ষা দিতে যান। কমিশনের ওয়েবসাইটে জেলা ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষাকেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে, যা দেখে আগেই প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?