
Jagannath Temple, Digha rules: রথযাত্রায় (Rath Yatra 2025) সৈকতনগরী দিঘায় জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Digha) দর্শনার্থীদের ঢল নেমেছিল। উল্টোরথে ফের বহু মানুষ দিঘায় ভিড় জমাতে পারেন। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই আগাম ব্যবস্থা নিল প্রশাসন। নতুন নিয়ম চালু করা হল। এবার থেকে আর দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে সেলফি বা ছবি তোলা যাবে না। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মের কথা জানানো হয়েছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘গর্ভগৃহে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মন্দির ও জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বরে নিরাপত্তারক্ষী-সহ সিভিক ভলান্টিয়ারদের নজরদারির জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’ ফলে এবার থেকে যাঁরা দিঘার জগন্নাথ মন্দিরে যাবেন, তাঁদের সতর্ক থাকতে হবে।
রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দিঘায় ছিলেন জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য তথা কলকাতা ইসকনের (Kolkata ISKCON ) সহ-সভাপতি রাধারমন দাস (Radharamn Das)। তিনিও এই মন্দিরের গর্ভগৃহে বিশৃঙ্খলা নিয়ে বিরক্ত। ইসকনের সহ-সভাপতি বলেছেন, ‘দিঘায় জগন্নাথ দর্শন করতে আসা ভক্তরা মোবাইল ফোনে ছবি তোলার কারণে গর্ভগৃহে বিশৃঙ্খলা ও ভিড় হচ্ছিল। এর ফলে পুরোহিত থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের অসুবিধায় পড়তে হচ্ছিল। এই ঘটনা প্রশাসনের কাছে জানাতে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত দিঘা। সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় লেগে থাকে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে ভিড় বেড়ে গিয়েছে। প্রতিদিনই মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হচ্ছে। এর ফলেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই বিশৃঙ্খলা এড়ানোর জন্যই কঠোর নিয়ম জারি করল পুলিশ-প্রশাসন। নতুন নিয়ম লঙ্ঘন করলে দর্শনার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।