বকেয়া মহার্ঘ ভাতা পেতে এই কাজটি করুণ, ডিএ মামলায় 'সুপ্রিম' পোস্ট রাজ্য সরকারি কর্মীদের

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় এবার নয়া মোড়। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চলছেন রাজ্য সরকারি কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

 

Saborni Mitra | Published : Jan 10, 2025 5:42 PM
110
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

২০২২ সাল থেকে সুপ্রিম কোর্টের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি চলছে। বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। সম্প্রতি মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় রীতিমত হতাশ রাজ্য সরকারি কর্মীরা।

210
পরবর্তী শুনানি

সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ মার্চ। সেটা হতে পারে ১৫তম শুনানি। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের মামলা শুনতে চাইছে না আর সেই কারণে মামলা বারবার পিছিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন রাজ্য সরকারি কর্মীরা।

310
সোশ্যাল মিডিয়া পোস্ট

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের একটি লম্বা চাওড়া পোস্ট নিয়ে রীতিমত জল্পনা বাড়ছে। তিনি ফেসবুকে একটি পোস্ট করেন।

410
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

ময়ল মুখোপাধ্যায় লিখেছেন, 'আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষনের করার কথা শোনাচ্ছেন৷ অনেকেই বলছেন যে, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক৷ সেইপ্রেক্ষিত আমরা বলছি তা আমরা করেছি!'

510
রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ

ময়ল মুখোপাধ্যায় আরও বলেছেন, সরকরি কর্মীদের পাশাপাশি তাঁরা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির পাশাপাশি রাষ্ট্রপতিরও দৃষ্টি আকর্ষণ করেছেন।

610
চিঠি প্রকাশ করা হবে না

ময়ল মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, প্রধান বিচারপতির পাশাপাশি রাষ্ট্রপতিতেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তা পাব্লিক ডোমেনে প্রকাশ করা হবে না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে দেখতে চায় তাহলে অবশ্যই দেখান হবে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে যাবতীয় চেষ্টা করছে।

710
শুনানি নিয়ে অভিযোগ

List এর শেষে মামলাটা ইচ্ছা করে রেখেছে, যাতে Hearing না হয়।আমাদের লড়তে হচ্ছে Court এর সঙ্গে, সরকার বা opposite party এর Advocate এর সঙ্গে নয়। এমনভাবে Listing করছে যাতে Hearing না হয়, সময়ের অভাবে। ময়ল মুখোপাধ্যায় শঙ্কর চক্রবর্তীর পোস্ট থেকে তুলে এটাই জানিয়েছেন।

810
গণ আবেদনের আর্জি

সোশ্যাল মিডিয়ায় তাঁরা রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন, ইমেল মারফত তারা প্রধান বিচারপতির কাছে মামলাটি এগিয়ে রাখার আবেদন জানাতেই পারেন।

910
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আর্জি

সোশ্যাল মিডিয়ায় আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে রাজ্য সরকারি কর্মীরা আবেদন করতেই পারেন। কিন্তু তাঁরা এই বিষয় আদালতে হস্তক্ষেপ করবেন না। চিঠিগুলি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠিয়ে দিতে পারেন।

1010
নতুন বেঞ্চে শুনানি

অন্যদিকে সুপ্রিম কোর্টে আগামী ২৫ মার্চ ডিএ মামলার শুনানি হবে। হৃষিকেষ রায়ের অবসরের পরই নতুন বেঞ্চ গঠন হবে। সেই বেঞ্চই শুনবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos