SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট

Published : Dec 14, 2025, 09:09 PM IST

ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলেও ভোটারদের বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটারদের ফর্ম ৬ পুরণ করে জমা দিতে হবে। সঙ্গে আরও একটি ফর্ম পুরণ করতে হবে।

PREV
15
নতুন ভোটারদের জন্য

ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলেও ভোটারদের বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটারদের ফর্ম ৬ পুরণ করে জমা দিতে হবে। সঙ্গে আরও একটি ফর্ম পুরণ করতে হবে। এটি অনেকটা এনুমারেশন ফর্মের মতই। অর্থাৎ দুটি ফর্ম ফিলাপ করতে হবে।

25
খসড়া তালিকা প্রকাশের পর

আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপর থেকেই ভোটার তালিকায় নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হবে। যারা নতুন ভোটার হবেন বা যাদের নাম আগের ভোটার তালিকায় ছিল, কিন্তু বাদ পড়ে গিয়েছে তাদের ফর্ম ৬ ফিলআপ করতে হবে নতুন করে নাম তোলার জন্য।

35
প্রয়োজনীয় নথি

নতুন ভোটারদের নাম তোলার জন্য আবেদন পত্র বা ফর্ম ৬-এর সঙ্গে জন্ম তারিখের প্রমাণ রয়েছে এমন একটি মাত্র নথি দিতে হত। একই সঙ্গে জমা দিতে হত বাবা-মায়ের (অভিভাবকদের) ভোটার কার্ডের তথ্য। কিন্তু সেই নিয়মে কিছুটা কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। এবার ফর্ম ৬-এর সঙ্গে ফিলআপ করতে আরও একটি নতুন ফর্ম। সেই ফর্মের সঙ্গেই নিজের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তথ্য দিতে হবে। না হলে বাবা বা মায়ের নাম ২০০২ সালের ভোটার কার্ডে থাকলে সেই তথ্য দিতে হবে। এনুমারেশন ফর্মের মতই সেই ফর্ম পুরণ করতে হবে।

45
অতিরিক্ত ফর্ম

এনুমারেশন ফর্মের মতো এই ফর্মেও তিনটি পংক্তি থাকবে। একটি উপরে। দু’টি নীচে। উপরের পংক্তিতে যিনি ভোটার তালিকায় নতুন নাম তুলতে চাইছেন, তাঁর যাবতীয় তথ্য দিতে হবে। এ ছাড়া নীচে আরও দু’টি পংক্তি থাকছে এনুমারেশন ফর্মের মতো। যদি আবেদনকারীর ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকে, তাঁর জন্য একটি পংক্তি থাকছে। অপর পংক্তিটি থাকছে আবেদনকারীর যে আত্মীয়ের নাম ২০০২ সালের তালিকায় রয়েছে, তাঁর তথ্য দেওয়ার জন্য। এই ফর্মের ক্ষেত্রেও বুথস্তরের আধিকারিক (বিএলও)-র সই থাকবে।

55
শুনানি প্রক্রিয়া

আগামী ১৭ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নই হল- কাদের ডাকা হবে?

  • ১। যাদের ২০০২ সালের তথ্যের সঙ্গে ২০২৫এর তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি।
  • ২। যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা ২০০২ সালের অংশটি পুরণ করতে পারেনি।
  • ৩। যাদের জমা দেওয়া তথ্যে কোনও ত্রুটি বা অসংগতি ধরা পড়েছে।
Read more Photos on
click me!

Recommended Stories